Advertisement

Ekushe July: TMC-র একুশে জুলাই সভা এবছর ধর্মতলাতেই, তবে একাধিক শর্ত বেঁধে দিল হাইকোর্ট

একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ এবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনেই হবে। তবে একগুচ্ছ শর্ত বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকাগুলিতে সব মিছিল সকাল থেকে ৮টার আগে পর্যন্ত করতে হবে। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কোনও যানজট যেন হাইকোর্টের কাছে না হয়, তা দেখতে নির্দেশ দিয়েছে আদালতের। মধ্য কলকাতার ৫ কিমির মধ্যে যেন কোনও যানজট না হয় তাও দেখতে নির্দেশ দেওয়া হয় পুলিশ কমিশনারকে।

একুশে জুলাই নিয়ে হাইকোর্টের রায়একুশে জুলাই নিয়ে হাইকোর্টের রায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jul 2025,
  • अपडेटेड 4:12 PM IST

একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ এবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনেই হবে। তবে একগুচ্ছ শর্ত বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা পুলিশের আওতাধীন সব এলাকায় সব মিছিল সকাল থেকে ৮টার আগে পর্যন্ত করতে হবে। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কোনও যানজট হাইকোর্টের কাছে করা যাবে না। এই সময়ের মধ্য কলকাতার ৫ কিমির মধ্যে যেন কোনও যানজট না হয় তাও দেখতে নির্দেশ দেওয়া হয় পুলিশ কমিশনারকে। অর্থাৎ, অফিস টাইমে কোনও যানজট করা যাবে না এমনটাই নির্দেশ দিল হাইকোর্ট।

গতকালই কলকাতার রাস্তা বন্ধ করে, যানজট করে, বাস তুলে নিয়ে একুশে জুলাই করা নিয়ে আপত্তি জানিয়েছিল হাইকোর্ট। এমনকি ভিক্টোরিয়া হাউসের সামনেও একুশে জুলাইয়ের সভা আর হবে কিনা তা নিয়ে দীর্ঘ শুনানি করতে হবে বলে জানিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শাসকদল ও পুলিশকে যানজট না হওয়ার মুচলেকা দিতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি।

ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশের আয়োজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। যদিও চলতি বছর সেখানেই সভা হচ্ছে। তবে ২০২৬ সালে এই মামলায় কিছু বিধিনিষেধ জারি করে রায় দেবেন বলে বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। 

একুশে জুলাই সমাবেশে প্রতিবছর একদিন আগে থেকেই বাস তুলে নেওয়া হয়। ওইদিন অটো ইউনিয়নগুলি মিছিলে নিয়ে যাওয়া হয়। মিছিল করে ধর্মতলায় যান জেলা থেকে আসা তৃণমূল সমর্থকেরা। দিন দুয়েক আগে থেকেই তাঁদের বাসে করে কলকাতা নিয়ে আসা হয়। স্টেডিয়ামে তাদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করা হয়। মিছিল, যানজটে স্তব্ধ হয় শহর কলকাতা। অফিস, কাছারিতে যাওয়া যাত্রীরা সমস্যায় পড়েন। যানজটের সঙ্গে যানবাহন না পাওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। এই সমস্যার কারণে একটি জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে। তারই শুনানি হল আজ।

Read more!
Advertisement
Advertisement