Advertisement

'তৃণমূলের কেউ সমর্থন না করলেও আমি CAA সমর্থন করব', বনগাঁর সভায় দাবি অভিষেকের

অভিষেক এদিন বলেন, “বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী এসে যদি ঘোষণা করেন যে, আমরা নিঃশর্ত নাগরিকত্ব দেব, কোনও এনআরসি হবে না, তা হলে তৃণমূলের কেউ সমর্থন করুক আর না করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমর্থন করবে। আমি কথা দিয়ে যাচ্ছি।” একই সঙ্গে অভিষেকের দাবি, সিএএ-র পর এনআরসি চালুর দিকে এগোবে বিজেপি।

'তৃণমূলের কেউ সমর্থন না করলেও আমি CAA সমর্থন করব', বনগাঁর সভায় দাবি অভিষেকের'তৃণমূলের কেউ সমর্থন না করলেও আমি CAA সমর্থন করব', বনগাঁর সভায় দাবি অভিষেকের
Aajtak Bangla
  • বনগাঁ,
  • 12 May 2024,
  • अपडेटेड 11:11 PM IST

তৃণমূলের কেউ সিএএ সমর্থন না করলেও তিনি করবেন। এমনটাই ঘোষণা করে হইচই ফেলে দিলেন তৃণমূলের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বনগাঁর একটি জনসভায় তিনি এদিন এ কথা বলেন। তবে সিএএকে সমর্থন করতে শর্ত দিয়েছেন অভিষেক।

কী বলেছেন তিনি?
অভিষেক এদিন বলেন, “বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী এসে যদি ঘোষণা করেন যে, আমরা নিঃশর্ত নাগরিকত্ব দেব, কোনও এনআরসি হবে না, তা হলে তৃণমূলের কেউ সমর্থন করুক আর না করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমর্থন করবে। আমি কথা দিয়ে যাচ্ছি।” একই সঙ্গে অভিষেকের দাবি, সিএএ-র পর এনআরসি চালুর দিকে এগোবে বিজেপি।

এদিন লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে তোপ দাগেন অভিষেক। ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প নিয়ে বিজেপিকে তোপ তৃণমূলের। বিজেপি তাদের অধীনস্থ রাজ্যগুলিতে এই প্রকল্প চালু করলে তিনি আর তৃণমূলের হয়ে ভোট চাইবেন না বলেও দাবি করেন অভিষেক।

আরও পড়ুন

বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ, অধুনা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরকে হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের নামে শপথগ্রহণে বাধা দেওয়া হয়েছে বলে তৃণমূল অভিযোগ করেছিল। এই প্রসঙ্গে রবিবার অভিষেক বলেন, “যাঁরা শ্রী শ্রী হরিচাঁদ, শ্রী শ্রী গুরুচাঁদকে ঈশ্বর বলে মানেন না, তাঁদের ভোট দেবেন কি না আপনারাই ঠিক করুন। কটাক্ষ করেন ঠাকুরবাড়ির বিজেপি নেতা শান্তনু ঠাকুরকেও।

 

Read more!
Advertisement
Advertisement