Advertisement

'CPIM-কে তো চা খাওয়ার পয়সাও তৃণমূল দেয়,' বাম-ব্রিগেডকে চরম কটাক্ষ দিলীপের

সিপিএমের সাম্প্রতিক ব্রিগেড সমাবেশ এবং রাজনৈতিক অবস্থান নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তীব্র কটাক্ষ করলেন। তাঁর দাবি, সিপিএম এখন আর স্বাধীনভাবে কিছুই করতে পারে না—তাদের পার্টি অফিস চালানো থেকে চা খাওয়ার খরচ পর্যন্ত বহন করছে তৃণমূল কংগ্রেস।

দিলীপ ঘোষ ইকোপার্কে।-ফাইল ছবিদিলীপ ঘোষ ইকোপার্কে।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Apr 2025,
  • अपडेटेड 12:38 PM IST
  • সিপিএমের সাম্প্রতিক ব্রিগেড সমাবেশ এবং রাজনৈতিক অবস্থান নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তীব্র কটাক্ষ করলেন।
  • তাঁর দাবি, সিপিএম এখন আর স্বাধীনভাবে কিছুই করতে পারে না—তাদের পার্টি অফিস চালানো থেকে চা খাওয়ার খরচ পর্যন্ত বহন করছে তৃণমূল কংগ্রেস।

সিপিএমের সাম্প্রতিক ব্রিগেড সমাবেশ এবং রাজনৈতিক অবস্থান নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তীব্র কটাক্ষ করলেন। তাঁর দাবি, সিপিএম এখন আর স্বাধীনভাবে কিছুই করতে পারে না—তাদের পার্টি অফিস চালানো থেকে চা খাওয়ার খরচ পর্যন্ত বহন করছে তৃণমূল কংগ্রেস।

দিলীপ ঘোষ বলেন, 'সিপিএমের পার্টি অফিসের চাবিও থাকে তৃণমূলের লোকের কাছে। তৃণমূলের দেওয়া স্যালাইনেই সিপিএম বেঁচে আছে। প্রতি বছর দুর্গাপুজো আর কালীপুজোর মতো একটা করে ব্রিগেড করে, মানুষকে ফুচকা খাওয়ায়, তাতেই উৎসব মিটে যায়।'

তিনি আরও বলেন, 'সিপিএম কী ধর্মঘট ডাকছে বা কী করছে, তা ভারতবাসীর কিছু আসে যায় না। তারা শুধু ব্রিগেড করে বোঝাতে চায় যে এখনও বেঁচে আছে। কিন্তু মানুষ তাদের বর্জন করেছে। তারা ক্ষমতায় থাকতে ভাত দিতে পারেনি, আজ মোদী সবাইকে ভাত দিচ্ছেন।'

সিপিএম নেতা মহম্মদ সেলিমের "বদল" সংক্রান্ত মন্তব্য নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। বলেন, 'বদল তো আমরাও চাই। কিন্তু বদল মানেই কি বিজেপি আসবে না, এই দিবাস্বপ্ন সিপিএম দেখছে।'

মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরেও অভিযোগের ঝড়
শালবনী সফর ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার স্যালাম নাচ করেছেন, কিন্তু কোথায় উৎপাদন হয়েছে? প্রতিবছর বেঙ্গল সামিট করেন, কিন্তু শ্বেতপত্র দেন না। কোথায় শিল্প, কোথায় চাকরি, কোথায় গেল দেওচাপাচামী?'

এসএসসি কেলেঙ্কারিতে কড়া মন্তব্য
এসএসসি ভবন অভিযান প্রসঙ্গে তিনি বলেন, 'এই অভিযান চলতেই থাকবে। কোর্টই সমাধান দেবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিকই বলেছেন—যাদের চাকরি বেআইনিভাবে কেড়ে নেওয়া হয়েছে, তাদের ফেরত দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তা বলছেন না, কারণ এতে ৮ হাজার লোক ওনার বাড়ি ঘেরাও করবে।'

মুর্শিদাবাদ সফর নিয়েও বার্তা
মুর্শিদাবাদে সুকান্ত মজুমদারের সফর নিয়ে বলার সময় দিলীপ ঘোষ জানান, 'আমি গিয়েছিলাম গন্ডগোলের দিনই। কিন্তু পুলিশ রাতে আসতে দেয়নি। আমরা প্রতিবাদ করতে যাই, সভা করতে যাই। এখন সবাই ত্রাণ দিতে যাচ্ছে। আমাদের পার্টি বাস্তহারা-নিপীড়িতদের পাশে আছে, থাকবে।'

Advertisement

বামেদের ব্রিগেড সমাবেশকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, 'ব্রিগেডে হাজার লোক গেলেও ব্যালট বক্সে তারা নেই। সেই যে ক'জন এসেছে, সেই ক’জনই এখন সিপিএমের সমর্থক। এর বাইরে কিছু নেই।'

 

Read more!
Advertisement
Advertisement