Advertisement

TMC: অফিসে বসেই 'কাটমানি' নিচ্ছেন শালবনির তৃণমূলের পঞ্চায়েত প্রধান, Viral Video ঘিরে তোলপাড়

তৃণমূলের এক নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেল। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। টাকা নেওয়ার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। এই ঘটনাকে সামনে রেখে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। সরব হয়েছে বাংলার শাসকদলও। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের বাকিবাঁধ পঞ্চায়েতে৷ 

টাকা নেওয়ার মুহূ্র্ত।
স্বপন কুমার মুখার্জি
  • শালবনি।,
  • 30 Nov 2024,
  • अपडेटेड 2:22 PM IST
  • তৃণমূলের এক নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ।
  • তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
  • টাকা নেওয়ার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।

তৃণমূলের এক নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেল। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। টাকা নেওয়ার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in। এই ঘটনাকে সামনে রেখে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। সরব হয়েছে বাংলার শাসকদলও। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের বাকিবাঁধ পঞ্চায়েতে৷ 
 
ভিডিয়োতে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আজতক বাংলা) দেখা যাচ্ছে, শালবনি ব্লকের ৪ নম্বর বাঁকিবাঁধ গ্রাম পঞ্চায়েতের প্রধান ধনঞ্জয় মাহাতোর হাতে টাকা দিচ্ছেন এক ব্যক্তি। এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। ভিডিওটি কবেকার তা স্পষ্ট নয়। 

এই ঘটনায়  চক্রান্তের তত্ত্ব খাড়া করেছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ধনঞ্জয় মাহাতো। তিনি বলেন, 'এটা সম্পূর্ণ চক্রান্ত করা হচ্ছে আমার বিরুদ্ধে ৷ ছবিতে আমি রয়েছি আমার অফিসে এটা সত্য ৷ আমি বিভিন্ন টেন্ডারগুলো যা অফলাইনে হত সেগুলো অনলাইনে করতে ব্যবস্থা করেছি ৷ তাই কোনও কারণে ঠিকাদাররা পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করেছেন আমার বিরুদ্ধে ৷ তবে আমি কোনও টাকা নিইনি। সম্পূর্ণ চক্রান্ত ৷ ভিডিয়োটাও চক্রান্ত ৷ তবে টাকাটা ধার হিসেবে নিয়েছিলাম ৷'

এই ঘটনায় কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা ৷ বলেছেন,  'ভিডিয়োটা দেখলাম ৷ ওই প্রধানকে দলের তরফে পুরো বিষয় জানতে চাওয়া হবে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে দলীয় স্তর এবং প্রশাসনিক স্তরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি বেশ কয়েকবার সংবাদমাধ্যম ও দলের বৈঠকে কর্মীদের বলেছিলাম কোথাও কেউই যেন দলের নামে কোনও টাকা না তোলেন ৷ অনেকেই নির্বাচন এলে দলের নামে অর্থ সংগ্রহ শুরু করে দেন ৷ সেই সমস্ত দিক মাথায় রেখেই সকলকে সচেতন করা হয়েছিল ৷ তাতে কাজ হয়েছে অনেক স্থানে ৷ কিন্তু সব স্থানে হয়নি ৷ এখনও কেউ কেউ লোভ সামলাতে পারেন না ৷ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

Advertisement

মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেছেন, 'দীর্ঘদিন ধরেই এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ আসছিল, তবে এতদিন কোনও প্রমাণ পাওয়া যায়নি। যে কোনও প্রকল্পের কাজই হোক কিংবা উন্নয়নমূলক কাজ সবকিছুতেই কাটমানি নেন অভিযুক্ত এই প্রধান। এবার এই ভিডিয়োতেই সত্যতা পাওয়া যাচ্ছে। এই নিয়ে প্রশাসনিক স্তরে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামব ৷'

শাহজাহান আলি
 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement