Advertisement

TMC leader killed: একেবারে মাথায় পরপর গুলি, বাঁকুড়ায় TMC নেতা খুন, গোষ্ঠীদ্বন্দ্ব?

বাঁকুড়ার সোনামুখীতে ফের রক্ত ঝরল রাজনীতির ময়দানে। সোমবার রাতে মাথায় তিন থেকে চার রাউন্ড গুলি করে খুন করা হল তৃণমূল কংগ্রেসের নেতা শেখ সায়নকে। নিহত সায়ন এলাকার পিয়ারবেরা অঞ্চলের চকাই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বুথ সভাপতির দায়িত্বে ছিলেন।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Aug 2025,
  • अपडेटेड 11:43 AM IST
  • বাঁকুড়ার সোনামুখীতে ফের রক্ত ঝরল রাজনীতির ময়দানে।
  • সোমবার রাতে মাথায় তিন থেকে চার রাউন্ড গুলি করে খুন করা হল তৃণমূল কংগ্রেসের নেতা শেখ সায়নকে।

বাঁকুড়ার সোনামুখীতে ফের রক্ত ঝরল রাজনীতির ময়দানে। সোমবার রাতে মাথায় তিন থেকে চার রাউন্ড গুলি করে খুন করা হল তৃণমূল কংগ্রেসের নেতা শেখ সায়নকে। নিহত সায়ন এলাকার পিয়ারবেরা অঞ্চলের চকাই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বুথ সভাপতির দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সায়ন প্রতিদিনের মতো এদিনও রোজ বাজার এলাকায় আড্ডা দিতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে, বাজার থেকে কিছুটা দূরে ফাঁকা স্থানে বাইকে আসা কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে মাথা লক্ষ্য করে পরপর গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই খুন রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের ফল হতে পারে। কয়েক মাস আগে এলাকায় গুলি চালানোর একটি ঘটনায় গ্রেফতার হয়েছিলেন সায়ন, যা তাঁর সঙ্গে পুরনো শত্রুতার ইঙ্গিত দেয়। ইতিমধ্যেই দু'জন তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দলে প্রভাবশালী নেতা হিসেবেই পরিচিত ছিলেন সায়ন, যার প্রভাব পিয়ারবেরা অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে ছিল স্পষ্ট। রাজনৈতিক কারণ, ব্যক্তিগত বিবাদ না কি আগে থেকে পরিকল্পিত ষড়যন্ত্র—সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।

মঙ্গলবার সকাল থেকেই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।


 

Read more!
Advertisement
Advertisement