Advertisement

saayoni ghosh- Kuntal Ghosh : কুন্তলের পরিণতিও কি পার্থর মতো? জবাব দিলেন সায়নী; জল্পনা

সায়নী ঘোষ বলেন, "আমি সভানেত্রী হয়ে বলছি কুন্তল (Kuntal Ghosh) দোষী প্রমাণিত হলে তাঁকে সুরক্ষা দেওয়ার কোনও ইচ্ছা আমাদের নেই"। সায়নী আরও বলেন, "পার্থ চট্টোপাধ্যায় যতগুলো পোস্টে ছিলেন তাঁকে ছদিনের মধ্যে সরানো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। কুন্তল ঘোষ একজন যুব নেতা। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দল অবশ্যই ব্যবস্থা নেবে"।

সায়নী ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jan 2023,
  • अपडेटेड 4:00 PM IST
  • নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল ঘোষ
  • রয়েছেন ইডি হেফাজতে
  • সায়নী ঘোষের মন্তব্য ঘিরে শুরু জল্পনা

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। এবার নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের সঙ্গেও কি কড়া ব্যবস্থা নিতে চলেছে দল? তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষের মন্তব্যে এবার সেই জল্পনাই ঘুরপাক খেতে শুরু করেছে রাজনৈতিক মহলে। 

সম্প্রতি 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি চালু করেছে তৃণমূল কংগ্রেস। রবিবার তৃণমূল ভবনে সেই কর্মসূচিরই মিউজিক ভিডিও উদ্বোধন হয়। সেখানে উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য, সায়নি ঘোষ (Saayoni Ghosh), তৃণাঙ্কুর ভট্টাচার্যের মতো তৃণমূলের যুব নেতা নেত্রীরা। ওই অনুষ্ঠানে ধৃত যুব নেতা কুন্তল ঘোষ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সায়নী বলেন, "ও আমাদের যুবর কমিটিতে রয়েছে। উনি হুগলির নেতা। ওনার সঙ্গে অবশ্যই আমার নানা জায়গায় ছবি রয়েছে। আর আমরা যেখানে যাই সেখানে লক্ষ-লক্ষ লোক উপস্থিত থাকেন। তাঁদের অনেকের সঙ্গেই ছবি থাকে। তার মানে এই নয় যাঁদের সঙ্গে আমাদের দেখা হয় তাঁদের একটা ক্যারেক্টর সার্টিফিকেট আমরা পাই বা তাঁদের ইতিহাস-ভূগোল পরীক্ষা করে আমরা কাজ করি। এই বিষয়টি তদন্ত সাপেক্ষ। সেই কারণে মন্তব্য করা ঠিক হবে না"। 

কুন্তল ঘোষ

একইসঙ্গে সায়নী বলেন, "আমি সভানেত্রী হয়ে বলছি কুন্তল (Kuntal Ghosh) দোষী প্রমাণিত হলে তাঁকে সুরক্ষা দেওয়ার কোনও ইচ্ছা আমাদের নেই"। সায়নী আরও বলেন, "পার্থ চট্টোপাধ্যায় যতগুলো পোস্টে ছিলেন তাঁকে ছদিনের মধ্যে সরানো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। কুন্তল ঘোষ একজন যুব নেতা। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দল অবশ্যই ব্যবস্থা নেবে"।

ঘাসফুল শিবির সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে গ্রেফতারের পর দলের যুব নেতাকে কুন্তল ঘোষকে সাসপেন্ড করতে পারে তৃণমূল কংগ্রেস। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার বর্তমানে ৯ দিন ইডি (ED) হেফাজতে রয়েছেন কুন্তল ঘোষ। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তাঁকে বহিষ্কার করেছিল দল। সেক্ষেত্রে কুন্তল ঘোষকেও উপরেও শাস্তির খাঁড়া নেমে আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
 

Advertisement

আরও পড়ুন - কোন জিনিসের Head আছে Tail-ও আছে; কিন্তু Body নেই?

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement