তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠল মুর্শিদাবাদের বহরমপুরে। রবিবার ভরদুপুরে বাইকে করে কয়েক জন দুষ্কৃতী এসে ওই তৃণমূল নেতাকে কাছ থেকে গুলি করে চম্পট দেয়। নিহত তৃণমূল নেতার নাম সত্যেন চৌধুরী। একদা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর 'ঘনিষ্ঠ' বলে পরিচিত ছিলেন সত্যেন। পরে তৃণমূলে যোগ দেন সত্যেন।
পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে সত্যেনকে কাছ থেকে গুলি করে খুন করে কয়েক জন দুষ্কৃতী। জখম অবস্থায় সঙ্গে সঙ্গে সত্যেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে খুন, তা জানা যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও রাজনৈতিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার জেরে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
গত পঞ্চায়েত ভোটের পর রাজ্যে একাধিক খুনোখুনির ঘটনা ঘটেছে। যে ঘটনা ঘিরে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। এ বার লোকসভা নির্বাচনের আগে আরও এক খুনের ঘটনা প্রকাশ্যে এল।