Advertisement

Dilip Ghosh: 'রাম মুসলমান,' মদনের মন্তব্যে দিলীপের প্রশ্ন, 'কখন বলেছে, দিনে না রাতে?'

তৃণমূল বিধায়ক মদন মিত্রর একটি ভিডিও সামনে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র তরজা। কামারহাটির এই বিধায়ক রামচন্দ্রকে মুসলিম বলে মন্তব্য করেছেন, এমন অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, এই মন্তব্যের মাধ্যমে হিন্দু ধর্ম ও ধর্মীয় বিশ্বাসকে চরমভাবে অপমান করা হয়েছে।

দিলীপ ঘোষ ও মদন মিত্র।-ফাইল ছবিদিলীপ ঘোষ ও মদন মিত্র।-ফাইল ছবি
সুকমল শীল
  • কলকাতা,
  • 19 Dec 2025,
  • अपडेटेड 12:50 PM IST
  • তৃণমূল বিধায়ক মদন মিত্রর একটি ভিডিও সামনে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র তরজা।
  • কামারহাটির এই বিধায়ক রামচন্দ্রকে মুসলিম বলে মন্তব্য করেছেন, এমন অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি।

তৃণমূল বিধায়ক মদন মিত্রর একটি ভিডিও সামনে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র তরজা। কামারহাটির এই বিধায়ক রামচন্দ্রকে মুসলিম বলে মন্তব্য করেছেন, এমন অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, এই মন্তব্যের মাধ্যমে হিন্দু ধর্ম ও ধর্মীয় বিশ্বাসকে চরমভাবে অপমান করা হয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে মদন মিত্রকে একটি হিন্দু ধর্মীয় শ্লোক উদ্ধৃত করে বক্তব্য রাখতে দেখা যায়। এরপরই তিনি বলেন, 'আমি একবার দিল্লিতে ওদের সবচেয়ে বড় নেতাকে জিজ্ঞেস করেছিলাম। আমি বলেছিলাম, রাম মুসলমান ছিলেন। আমি মদন মিত্র বলছি, কী করবেন? প্রমাণ করুন রাম হিন্দু ছিলেন। রামের টাইটেল কী ছিল? তখন উনি বলেন, রাম, লক্ষ্মণ, দশরথ। আমি বলি, ঠিক করে বলুন। শুধু নাম বললে তো হবে না। আমি বলছি, রাম মুসলমান ছিলেন। গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিন। বিজেপি কী করবে? মারবে? গীতা বলছে, যা হওয়ার, তা হবেই।'

ভিডিওতে আরও বলতে শোনা যায়, 'রাম হিন্দু ছিলেন, এটা বলে যারা চিৎকার করছে, তাদের জিজ্ঞেস করি, রামের পদবি কী? তখন কেউ কেউ বলে, রাম জেঠমালানি। এটা কি কোনও হিন্দু বিশ্বাস করবে? এটা বিশ্বাস করে আপনারা পুজো দিতে যাবেন?'

এই মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ কড়া ভাষায় মদন মিত্রকে আক্রমণ করে বলেন, 'কোন সময়ে একথা বলছেন, দিন না রাত? সেটাই তো আসল প্রশ্ন। রাম কবে জন্মেছেন, আর ইসলাম ধর্মের জন্ম কবে, সেটার কোনও ধারণাই নেই। ইসলাম ধর্মের বহু আগে ভগবান রামের জন্ম। কখন কী বলতে হয়, কার সম্পর্কে কী বলতে হয়,  তৃণমূলের নেতাদের সে জ্ঞান নেই। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ভুলভাল কথা বলেন, নেতারাও তেমনই।'

Read more!
Advertisement
Advertisement