Advertisement

TMC MLA Spectacles Bill: MLA-র চশমার বিল ৬৫ হাজার টাকা? স্পিকারের মাথায় হাত, তড়িঘড়ি নিয়মে বদল

তৃণমূল বিধায়কের চশমা বানাতে বিল করেছেন ৬৫ হাজার টাকা। মুর্শিদাবাদের তৃণমূল বিধায়কের কাণ্ড দেখে মাথায় হাত বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। অবাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

বিমান বন্দ্যোপাধ্যায়-মমতা বন্দ্যোপাধ্যায়বিমান বন্দ্যোপাধ্যায়-মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2025,
  • अपडेटेड 3:24 PM IST

তৃণমূল বিধায়কের চশমা বানাতে বিল করেছেন ৬৫ হাজার টাকা। মুর্শিদাবাদের তৃণমূল বিধায়কের কাণ্ড দেখে মাথায় হাত বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। অবাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এরপরই নড়েচড়ে বসলেন মুখ্যমন্ত্রী। দিন কয়েক আগে বিধানসভায় তৃণমূলের ওই বিধায়ক সময়মতো চশমার খরচের বিল জমা দিয়েছিলেন। সেই বিল দেখে চমকে ওঠেন স্পিকার। দেখা যায় একটা চশমা বানাতেই নাকি ৬৫ হাজার টাকা লেগেছে! বিষয়টি মুখ্যমন্ত্রীর কানেও আসে।

এক সংবাদমাধ্যমের খবর, মুখ্যমন্ত্রী জানার পরই বিধায়কদের চশমা এবং চিকিৎসার খরচের বিল অনুমোদনের আগে ভাল ভাবে তা খতিয়ে দেখার নির্দেশ দেন৷

মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার সচিবালয়কে নির্দেশ দিয়েছেন, এবার থেকে নতুন চশমার জন্য কোনও বিধায়ককে ৫ হাজার টাকার বেশি দেওয়া হবে না৷ এমনকি চিকিৎসার কারণে ভর্তি হলে হাসপাতালের বেডভাড়াও দৈনিক ৮ হাজার টাকার বেশি হওয়া হবে না। এমনই নতুন নিয়ম বেঁধে দেওয়া হল।

বিধায়করা স্বাস্থ্য সহ আরও অন্যান্য সুযোগ সুবিধা পান। হাসপাতালে ভর্তি হওয়া, চশমা তৈরির খরচ দেওয়া হয়। এর জন্য বিধানসভার সচিবালয়ে বিল জমা দিতে হয়৷ মুর্শিদাবাদের ওই বিধায়কও নতুন চশমার বিল জমা দেন৷ এমন অস্বাভাবিক বিল হওয়ায় বিষয়টি সচিবালয়ের থেকে অধ্যক্ষকে জানানো হয়। এরপরই বিষয়টি নিয়ে তৎপরতা দেখান মুখ্যমন্ত্রী। 

Read more!
Advertisement
Advertisement