Advertisement

Abhishek Banerjee-Nawsad Siddique: 'ওয়াকফ-ভোটাভুটিতে গরহাজির' , নওশাদের দাবিতে অভিষেকের নোটিশ

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে আইনি নোটিশ পাঠালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ সংশোধনী বিলের ভোটাভুটির দিন অভিষেক লোকসভায় গরহাজির ছিলেন বলে দাবি করেন নওশাদ। এই মন্তব্যের জেরে অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু নওশাদকে এই নোটিশটি পাঠান। ওয়াকফ ভোটাভুটি নিয়ে নওশাদের তোলা এই অভিযোগ 'মিথ্যে ও ভিত্তিহীন' বলে দাবি করা হয়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়-নওশাদ সিদ্দিকিঅভিষেক বন্দ্যোপাধ্যায়-নওশাদ সিদ্দিকি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Apr 2025,
  • अपडेटेड 3:51 PM IST

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে আইনি নোটিশ পাঠালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ সংশোধনী বিলের ভোটাভুটির দিন অভিষেক লোকসভায় গরহাজির ছিলেন বলে দাবি করেন নওশাদ। এই মন্তব্যের জেরে অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু নওশাদকে এই নোটিশটি পাঠান। ওয়াকফ ভোটাভুটি নিয়ে নওশাদের তোলা এই অভিযোগ 'মিথ্যে ও ভিত্তিহীন' বলে দাবি করা হয়। নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে আইএসএফ বিধায়ক নিজের বিবৃতি প্রত্যাহার না করলে বা যথাযথ ব্যাখ্যা না দিলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। 

গত ৩ এপ্রিল লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ হয়। ওদিন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে উপস্থিত ছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন নওশাদ। লোকসভা টিভির লাইভ ভিডিওতে কোথাও অভিষেককে দেখা যায়নি তাই তিনি উপস্থিত ছিলেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

নওসাদ বলেন, "৩ এপ্রিল অভিষেক সংসদে ছিলেন? আমি তো অনেকক্ষণ ভিডিও চালিয়ে দেখলাম। আমি তো তাঁকে খুঁজছি পাইনি। ভাবছি সংসদে তৃণমূলের ক’জন সাংসদ উপস্থিত ছিলেন এবং ক’জন উপস্থিত ছিলেন না। আমিও দেখছি, তাঁদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কী ব্যবস্থা গ্রহণ করে। তার পরে কী ব্যবস্থা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণকে নিয়ে করতে হয় সেটা আমি দেখাব।"

এই মন্তব্যের কারণেই নওশাদকে নোটিশ পাঠিয়েছেন অভিষেক। তাঁর আইনজীবীর দাবি, "আমার মক্কেল ওই বিলচি পাশের বিরোধিতা করেন এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করেন। আপনার করা মন্তব্য প্রত্যাহার করুন এবংআগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই বিবৃতির ব্যাখ্যা দিন। অন্যথায় আমার মক্কেল কঠোরতম আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন।" অভিষেকের তরফে আইনি নোটিশ পাওয়ার পর এখনও কোনও প্রতিক্রিয়া দেননি আইএসএফ বিধায়ক।

Read more!
Advertisement
Advertisement