Advertisement

Kanai Mondal viral video: 'যে যত টাকা তুলতে পারবে...', বলছেন খোদ তৃণমূল MLA, অস্বস্তিতে শাসকদল

মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভার তৃণমূল বিধায়ক কানাই মণ্ডলের ভিডিও ঘিরে তীব্র বিতর্ক। ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি তৃণমূল দল সম্পর্কে বিতর্কিত মন্তব্য করছেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘তৃণমূল হচ্ছে যে যত টাকা তুলতে পারবে, তার জন্য তৃণমূল।’ এই মন্তব্যের জেরে স্বভাবতই অস্বস্তিতে শাসকদল।

বিধায়কের মন্তব্যে তুঙ্গে বিতর্ক।বিধায়কের মন্তব্যে তুঙ্গে বিতর্ক।
স্বপন কুমার মুখার্জি
  • জঙ্গিপুর,
  • 13 May 2025,
  • अपडेटेड 2:34 PM IST
  • মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভার তৃণমূল বিধায়ক কানাই মণ্ডলের ভিডিও ঘিরে তীব্র বিতর্ক।
  • ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি তৃণমূল সম্পর্কে বিতর্কিত মন্তব্য করছেন।
  • কানাই মণ্ডল দাবি করেন, এই ভিডিও ভুয়ো।

Kanai Mondal viral video: মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভার তৃণমূল বিধায়ক কানাই মণ্ডলের ভিডিও ঘিরে তীব্র বিতর্ক। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি তৃণমূল সম্পর্কে বিতর্কিত মন্তব্য করছেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘তৃণমূল হচ্ছে যে যত টাকা তুলতে পারবে, তার জন্য তৃণমূল।’ এই মন্তব্যের জেরে স্বভাবতই অস্বস্তিতে শাসকদল।

ভিডিওতে আরও শোনা যাচ্ছে, বিধায়ক দলের কর্মীদের বলছেন, ‘তোমরা এত বছর ধরে তৃণমূল করছো, এখনও এই জিনিসটা বুঝতে পারলে না কেন?’ সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। তবে bangla.aajtak.in-এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

দাপুটে নেতা
নবগ্রামের বিধায়ক হওয়ার পাশাপাশি কানাই মণ্ডল জঙ্গিপুর তৃণমূল সাংগঠনিক জেলার চেয়ারম্যান। এহেন হেভিওয়েট নেতার এমন মন্তব্য সামনে আসতেই তৃণমূল নেতৃত্বের অন্দরমহলে তীব্র অস্বস্তি তৈরি হয়েছে। বিশেষ করে ভোটের আগে এমন মন্তব্য দলকে বেশ বেকায়দায় ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

'ভুয়ো ভিডিও', বলছেন কানাই মণ্ডল
ভিডিও ভাইরাল হতেই অবশ্য তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করেন কানাই মণ্ডল। সেখানে তিনি দাবি করেন, এই ভিডিও ভুয়ো। বিরোধীরা ষড়যন্ত্র করে ভিডিওটি তৈরি করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য। তিনি জানান, এই ভিডিও এডিটেড এবং মিথ্যা। তাঁর হাতে প্রমাণ রয়েছে। প্রয়োজনে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

বিধায়কের দাবি, ভাইরাল হওয়া ভিডিওতে শব্দ বিভ্রাট রয়েছে। জায়গায় জায়গায় 'টু টা' শব্দ শোনা যাচ্ছে, কথা কেটে-কেটে যাচ্ছে। কানাই মণ্ডল বলেন, তিনি প্রচার বা সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত নন। মানুষের কাজ করেই তিনি জনপ্রিয় হয়েছেন। তাঁর বক্তব্য, যারা এই ভিডিও ছড়াচ্ছে, তারা ‘ছারপোকা’। নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে।

তাঁর কথায়, 'আমরা শুধু আইনি ব্যবস্থা নেব না, আমরা প্রমাণ করব মানুষ আমাদের সঙ্গে রয়েছে।'

এই ইস্যুতে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কোনও মন্তব্য করেনি। তবে বিশেষজ্ঞদের মতে, এই ভিডিও আগামিদিনে বিরোধীদের হাতে প্রচারের বড় অস্ত্র হয়ে উঠতে পারে। বিশেষ করে নির্বাচনের আগে এমন মন্তব্য দলের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে বলেই আশঙ্কা রাজনৈতিক মহলের।

এর আগেও বিতর্কে জড়িয়েছেন
উল্লেখ্য, এর আগেও ভিডিও-র মাধ্যমেই বিতর্কে জড়িয়েছেন কানাই মণ্ডল। ২০২৪-এর সেপ্টেম্বরে তাঁর ট্রেন যাত্রার একটি ভিডিও ভাইরাল হয়। তাঁর এক সঙ্গীর বিরুদ্ধে সাধারণ টিকিটে এসি কোচে ট্রেন যাত্রার অভিযোগ ওঠে। সেই ভিডিও পোস্ট করে কানাই মণ্ডলের তীব্র সমালোচনা করেছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।

Advertisement

সংবাদদাতা: সব্যসাচী ব্যানার্জি

 

Read more!
Advertisement
Advertisement