চিকিৎসক ও তৃণমূল নেতা শান্তনু সেনের বিরুদ্ধে ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় বড় পদক্ষেপ নিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। বৃহস্পতিবার তাঁকে তলব করে শুনানির পর দোষী সাব্যস্ত করা হয় এবং তাঁর চিকিৎসক হিসেবে রেজিস্ট্রেশন ২ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। ফলে এই সময়কালে তিনি ডাক্তারি প্র্যাকটিস করতে পারবেন না।
বহুদিন ধরেই অভিযোগ উঠছিল, শান্তনু সেন বিদেশি একটি ভুয়ো ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। সেই ডিগ্রি (FRCP) কাউন্সিলের অনুমতি ছাড়াই ব্যবহৃত হচ্ছিল বলে অভিযোগ। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় জানিয়েছেন, এই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে।
শান্তনু সেন অবশ্য নিজেকে নির্দোষ দাবি করেছেন। তাঁর বক্তব্য, কাউন্সিল তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিশানা করেছে। তাঁর দাবি, FRCP একটি সাম্মানিক ডিগ্রি, যা রেজিস্ট্রেশনের প্রয়োজন ছাড়াই নামের সঙ্গে ব্যবহার করা যায়।
তিনি আরও অভিযোগ করেছেন, কাউন্সিলের চিঠি পাওয়ার পর নিয়ম মেনে আবেদন করে ১০ হাজার টাকা জমা দিয়েছিলেন রেজিস্ট্রেশন নথিভুক্ত করতে, কিন্তু সেই টাকা ফেরত দেওয়া হয়নি।
বৃহস্পতিবার দুপুর ২টোর সময় তাঁকে মেডিক্যাল কাউন্সিলের তরফে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ঘটনার পর তৃণমূলের অপর চিকিৎসক নেতা নির্মল মাজি সংবাদমাধ্যমকে বলেন, 'শান্তনু সেনকে সাসপেন্ড করা ঠিক সিদ্ধান্ত। ওঁর আচরণের জন্যই দল তাঁকে বরখাস্ত করেছে। তিনি যাঁকে আক্রমণ করছেন, তিনি আমাদের দলের সম্মানীয় নেতা।'