Advertisement

Paschimbanga Diwas: 'পশ্চিমবঙ্গ দিবস' নিয়ে মেগা আয়োজনের পথে TMC, ছাব্বিশের আগে 'বাঙালি অস্মিতা' স্ট্র্যাটেজি?

পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালনের নির্দেশিকা জারি করল তৃণমূল। বুথস্থর পর্যন্ত সব এলাকায় এই কর্মসূচি পালন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে। 

ফাইল চিত্র।ফাইল চিত্র।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Apr 2025,
  • अपडेटेड 9:49 AM IST
  • পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালনের নির্দেশিকা জারি করল তৃণমূল।
  • বুথস্থর পর্যন্ত সব এলাকায় এই কর্মসূচি পালন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
  • বাংলা অস্মিতা চেতনায় উদ্বুদ্ধ করার কথা বলা হয়েছে নির্দেশিকায়।

পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালনের নির্দেশিকা জারি করল তৃণমূল। বুথস্থর পর্যন্ত সব এলাকায় এই কর্মসূচি পালন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে। 

রবিবার রামনবমী। যা ঘিরে চড়ছে রাজনীতির পারদ। রামনবমী ঘিরে তৃণমূল-বিজেপি সংঘাত বাড়ছে। রামনবমী যাতে শান্তিপূর্ণ ভাবে পালন করা হয়, তা নিয়ে বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালনে তোড়জোড় শুরু করল বাংলার শাসকদল। 

জানা গিয়েছে, বাংলা নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবসের জন্য অনেক ব্যানার-হোর্ডিং লাগানোর ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। অনুষ্ঠান করার কথাও বলা হয়েছে। বাংলা অস্মিতাকে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ বলে খবর। পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। 

আরও জানা গিয়েছে, কিশোর-কিশোরীদের অনুষ্ঠানে সংযুক্ত করে বাংলা অস্মিতা চেতনায় উদ্বুদ্ধ করার কথা বলা হয়েছে নির্দেশিকায়। রাজ্য সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করতে বলা হয়েছে। অনুষ্ঠান শেষ হবে জাতীয় সঙ্গীত দিয়ে। 

প্রসঙ্গত, ২০২৩ সালে পশ্চিমবঙ্গ দিবস সরকারি ভাবে ঘোষণা করা হলেও ২০২৪ সালে লোকসভা ভোটের কারণে দলগত ভাবে তা পালন করতে পারেনি। অন্য দিকে, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে বিজেপি। তাদের মতে, ওই দিনই পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করতে সফল হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 
 

Read more!
Advertisement
Advertisement