কেন্দ্র টাকা না দিলে আমরাই ২,৫০০ জব কার্ড হোল্ডারের প্রাপ্য মিটিয়ে দেব। তৃণমূলের জনপ্রতিনিধিরা তাঁদের বেতন থেকেই ৩০ নভেম্বরের মধ্যে সকলের টাকা মিটিয়ে দেবেন। মঙ্গলবার যন্তরমন্তরে দাঁড়িয়ে এমনই 'কথা দিলেন' অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এক মাসের বেতন দিয়ে...
অভিষেক বলেন, 'কেন্দ্র না দিলে বাংলার জনপ্রতিনিধিরা নিজেদের বেতন দিয়ে ২,৫০০ মানুষের টাকা মেটাবেন। বাংলায় আমাদের ৭০ হাজার জনপ্রতিনিধি রয়েছেন। তাঁদের নিজেদের এক মাসের বেতন এই জব কার্ড হোল্ডারদের দেবে তৃণমূল। এভাবে আগামী ৩০ নভেম্বরের মধ্যেই বঞ্চিতদের টাকা মিটিয়ে দেব, কথা দিলাম।'
তবে রাজ্য সরকারের সহায়তাও চাওয়া হবে বলে জানান অভিষেক। তিনি বলেন, 'গরিব দরদি, জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, রাজ্য সরকারের তরফে এই বকেয়া মেটানোর কোনও ব্যবস্থা করা যায় কিনা। রাজ্য সরকারের পক্ষে সেটা সম্ভব না হলে, তৃণমূল কংগ্রেস নিজেরাই এই বঞ্চিতদের টাকা ফিরিয়ে দেবে। এক মাসের বেতন থেকে ২,৫০০ মানুষের বকেয়া টাকা ২ মাসের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। ২ মাসের মধ্যে টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢুকে যাবে।'
তাঁদের আগে শুভেন্দুর সঙ্গে দেখা
অভিষেক বলেন, 'কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ এতদিন কিছুই বলেননি। কিন্তু আমরা দিল্লি আসার পর গতকাল উনি সাংবাদিক সম্মেলন করলেন। আর সেখানে হিসাব দিচ্ছেন।' অভিষেকের দাবি, এদিন গিরিরাজ সিংহের সঙ্গে তাঁদেরই আগে দেখা করার কথা ছিল। কিন্তু তিনি সময় পিছিয়ে দেন। এদিকে তাঁদের বদলে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে আগে সময় দিয়েছেন। 'কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ তৃণমূলের প্রতিনিধি দলকে মঙ্গলবার দুপুর ১২টায় সময় দিয়েছিলেন। কিন্তু পরে সেই সময় বদলে দেওয়া হয়। চিঠি দিয়ে জানানো হয় মন্ত্রী থাকবেন না। তাঁর বিমান ৫টায় নামবে। তাই সন্ধ্যা ৬টায় দেখা করবেন তিনি তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে। অথচ খবর পাচ্ছি, উনি বিকেল ৪টেয় সময় দিয়েছেন শুভেন্দুকে। তা হলে বুঝুন, ভুক্তভোগী মানুষের জন্য মন্ত্রীর কাছে সময় নেই, শুভেন্দুর জন্য সময় আছে,' অভিযোগ অভিষেকের।
অভিষেক বলেন, 'বাংলার ৫০ লক্ষ মানুষ ভুক্তভোগী। তাঁরা চিঠি লিখেছেন। আমাদের একটাই কাজ। আমরা গিয়ে কেন্দ্রের মন্ত্রীর টেবিলে ৫০ লক্ষ চিঠি রেখে দেব।'