Advertisement

21 July TMC: একুশের জন্য রওনা হতেই ফাটল মাথা, BJP কর্মীর বিরুদ্ধে TMC সমর্থককে হামলার অভিযোগ

২১ জুলাই শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে গিয়ে আক্রান্ত হলেন তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, হুগলির গোঘাটের বালি পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রের খবর, লক্ষ্মীকান্ত সাঁতরা নামের ওই তৃণমূল কর্মী আগের দিনই শহিদ দিবসের সভায় রওনা হচ্ছিলেন।

শহিদ সমাবেশে যেতে গিয়ে আক্রান্ত তৃণমূল কর্মী।শহিদ সমাবেশে যেতে গিয়ে আক্রান্ত তৃণমূল কর্মী।
স্বপন কুমার মুখার্জি
  • গোঘাট,
  • 21 Jul 2025,
  • अपडेटेड 12:06 PM IST
  • ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে গিয়ে আক্রান্ত হলেন তৃণমূল কর্মী।
  • ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, হুগলির গোঘাটের বালি পঞ্চায়েত এলাকায়।
  • স্থানীয় সূত্রের খবর, লক্ষ্মীকান্ত সাঁতরা নামের ওই তৃণমূল কর্মী আগের দিনই শহিদ দিবসের সভায় রওনা হচ্ছিলেন।

২১ জুলাই শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে গিয়ে আক্রান্ত হলেন তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, হুগলির গোঘাটের বালি পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রের খবর, লক্ষ্মীকান্ত সাঁতরা নামের ওই তৃণমূল কর্মী আগের দিনই শহিদ দিবসের সভায় রওনা হচ্ছিলেন। হাওড়া যাওয়ার জন্য ট্রেন ধরার সময় তাঁকে হুমকি দেয় গ্রামেরই কিছু বিজেপি কর্মী। অভিযোগ, হুমকির প্রতিবাদ করতেই বাঁশ, চ্যালা কাঠ দিয়ে মারধর করা হয় লক্ষ্মীকান্তকে। মারের চোটে তাঁর মাথা ফেটে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে প্রথমে গোঘাট হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা অভিযুক্তকে ঘিরে ধরেন। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কার্তিক কার্ফাকে আটক করে। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়।

তবে ধৃতের পরিবারের দাবি, কার্তিক কার্ফা আগে বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও এখন কোনও দলের সঙ্গে নেই।

এদিকে বিজেপিরও পাল্টা দাবি, এটা সম্পত্তিগত বিবাদ। তৃণমূল ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক রং লাগিয়ে প্রচার পাওয়ার চেষ্টা করছে। গোটা বিষয়টি মিথ্যা বলে দাবি গেরুয়া শিবিরের।

ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। তাই রাজনৈতিক প্রতিহিংসার পথেই হাঁটছে তারা। তৃণমূলের অভিযোগ, বিজেপি পরিকল্পিত ভাবেই এই হামলা চালিয়েছে।

২১ জুলাই শহিদ দিবসের সভার আগে এমন ঘটনা ঘিরে গোটা এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদদাতা: রাহি হালদার

Read more!
Advertisement
Advertisement