Firhad after CBI interrogation: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রবিবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই(CBI)। প্রায় সাড়ে ৯ ঘণ্টা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ পর্ব চলে। গোটা ঘটনা নিয়ে ক্ষুদ্ধ ফিরহাদ ও তাঁর পরিবার। এর আগে 'হেনস্থা' করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন ফিরহাদ কন্যা। এবার জেরা-তল্লাশিপর্ব শেষে সপরিবারে সাংবাদিক সম্মেলন করেন ফিরহাদ হাকিম।
ঠিক কী বললেন তিনি? রইল ফিরহাদ হাকিমের বক্তব্য ১০টি পয়েন্টে: