Advertisement

Train Cancelled: হাওড়া লাইনে চরম দুর্ভোগ, ২৫ মে পর্যন্ত একাধিক ট্রেন বাতিল, রইল তালিকা

আদ্রা ডিভিশনে রেল লাইনে রক্ষণাবেক্ষণ ও সিগন্যাল সমস্যার জেরে দক্ষিণ-পূর্ব রেল ১৯ মে থেকে ২৫ মে পর্যন্ত একটানা ১৪টি ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, ৬টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, পরিকাঠামো উন্নয়নের জন্য এই পদক্ষেপ জরুরি।

একাধিক ট্রেন বাতিল।-ফাইল ছবিএকাধিক ট্রেন বাতিল।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 May 2025,
  • अपडेटेड 10:59 AM IST
  • আদ্রা ডিভিশনে রেল লাইনে রক্ষণাবেক্ষণ ও সিগন্যাল সমস্যার জেরে দক্ষিণ-পূর্ব রেল ১৯ মে থেকে ২৫ মে পর্যন্ত একটানা ১৪টি ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আদ্রা ডিভিশনে রেল লাইনে রক্ষণাবেক্ষণ ও সিগন্যাল সমস্যার জেরে দক্ষিণ-পূর্ব রেল ১৯ মে থেকে ২৫ মে পর্যন্ত একটানা ১৪টি ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, ৬টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, পরিকাঠামো উন্নয়নের জন্য এই পদক্ষেপ জরুরি।

জানা যাচ্ছে, আগামী ২৫ মে ১৮৬০১ টাটানগর-হাতিয়া এক্সপ্রেস ঘুরিয়ে দেওয়া হবে চান্ডিল, গুন্ডা বিহার ও মুরি স্টেশনের উপর দিয়ে। একই দিন ১৮৬২৭ ও ১৮৬২৮ হাওড়া-রাঁচি-হাওড়া এক্সপ্রেস ঘুরবে কোটশিলা, পুরুলিয়া, চান্ডিল, টাটানগর ও খড়গপুর হয়ে।

বাতিল ট্রেনের তালিকা (১৯ মে–২৫ মে):
১২৮৮৫/১২৮৮৬ শালিমার–ভোজুডিহ এক্সপ্রেস
১৮০৩৫/১৮০৩৬ খড়গপুর–হাতিয়া এক্সপ্রেস
৬৮০৯৫/৬৮০৯৬ ময়নাপুর–বাঁকুড়া মেমু
৬৮১০১/৬৮১০২ খড়গপুর–আদ্রা মেমু
৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল–আদ্রা মেমু
১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম–ধানবাদ মেমু
৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল–পুরুলিয়া মেমু

আংশিক চলাচলকারী ট্রেন:
৬৮০৮৯/৬৮০৯০ মেদিনীপুর–আদ্রা মেমু (২০ মে পর্যন্ত গড়বেতা পর্যন্ত চলবে)
১৮০২৩/১৮০২৪ খড়গপুর–গোমো এক্সপ্রেস (২০ মে পর্যন্ত আদ্রা পর্যন্ত চলবে)
৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর–আসানসোল–বরভূম মেমু (১৯–২৫ মে পর্যন্ত আদ্রা পর্যন্ত চলবে)

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের যেন ভোগান্তি এড়াতে রেলের ওয়েবসাইট বা স্টেশন থেকে আপডেট সময়সূচি দেখে রওনা হন। যাত্রী পরিষেবা উন্নয়নের স্বার্থেই নির্দিষ্ট স্টেশনগুলিতে রক্ষণাবেক্ষণের কাজ চলবে বলে জানানো হয়েছে।
 

 

Read more!
Advertisement
Advertisement