বাংলাদেশ সীমান্ত দিয়ে রোজ বেআইনি অনুপ্রবেশের ঘটনায় কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ। বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি শুরু করেছে বলে সূত্রের খবর। বিশেষত সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজর রাখা হচ্ছে। তারপরও অনুপ্রবেশ চলছে। মঙ্গলবার আবারও অনুপ্রবেশ করার অভিযোগে এক মহিলা সহ দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে ধানতলা থানার পুলিশ।
সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে ধানতলা পুলিশ গোপন সূত্রে খবর পায় ধানতলা থানা এলাকায় আত্মগোপন করে আছে কিছু বাংলাদেশি নাগরিক। আর তারপরই ধানতলা পুলিশ অভিযান চালিয়ে এক মহিলা ও একজন বাংলাদেশি যুবককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন রিপা শেখ ও কৃষ্ণ হালদার। ধৃত রিপা শেখের বাড়ি বাংলাদেশের ঝিনাইদহে এবং কৃষ্ণ হালদারের বাড়ি বাংলাদেশের মাদারীপুর এলাকায়। বুধবার দুপুরে ধৃতদের রানাঘাট আদালতে তোলা হয়।
প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ এবং ভুয়ো নথি দিয়ে এদেশে বসবাসের অভিযোগে এক পরিবারের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। শনিবার, ১১ জানুয়ারি বনগাঁ থানার অন্তর্গত রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম নান্নু মৃধা (৫০), তাঁর স্ত্রী আসমা মৃধা (৪৪), তিন মেয়ে আলিজা কুরেসি (২৫), পূর্ণি মৃধা (২২) এবং রিয়া মৃধা (১৯)। বড় মেয়ে বিবাহিত, তার একটি পুত্র সন্তানও রয়েছে। এই নিয়ে প্রচুর অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ধরপাকড় করে পুলিশ।