Advertisement

Bangladesh: নদিয়ায় লুকিয়ে ছিল ২ বাংলাদেশি মহিলা, জেরায় বিস্ফোরক তথ্য পেল পুলিশ

বাড়ছে বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশ। হাসিনা সরকারের পতনের পর থেকে সমস্যা আরও বেড়েছে। সীমান্তের কাঁটা তার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। গত কয়েক মাসে এই ধরণের বেশ কয়েকটি কেস প্রকাশ্যে এসেছে। রীতিমতো হাই অ্যালার্টে থাকতে হচ্ছে BSF-কে।

বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ২ মহিলা
বিশাল দাস
  • নদিয়া,
  • 15 Nov 2024,
  • अपडेटेड 6:51 PM IST

বাড়ছে বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশ। আর এবার তাতে সাহায্য করল এদেশেরই মানুষ। হাসিনা সরকারের পতনের পর থেকে সমস্যা আরও বেড়েছে। সীমান্তের কাঁটা তার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। গত কয়েক মাসে এই ধরণের বেশ কয়েকটি কেস প্রকাশ্যে এসেছে। রীতিমতো হাই অ্যালার্টে থাকতে হচ্ছে BSF-কে।

এমন পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের উপরে কড়া নজর রেখেছে প্রশাসন। তার পরেও অনুপ্রবেশ কিছুতেই আটকানো যাচ্ছে না। আর এবার বাংলাদেশি মহিলাদের আত্মগোপন করে থাকতে সাহায্য করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটা এলাকার ঘটনা। ঠিক কী কারণে ওই দুই মহিলা ভারতে অনুপ্রবেশ করে, লুকিয়ে থাকছিল? সেই উত্তরই খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। এর পিছনে কী কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে? তদন্তে নেমেছে পুলিশ।

বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশ ও আত্মগোপন করে থাকার অভিযোগে দুই জন বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের আত্মগোপন করে থাকতে সাহায্য করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নদিয়ার ধানতলা থানার পুলিশ।
 
সূত্রের খবর, বুধবার রাতে ধানতলা পুলিশ গোপন সূত্রে খবর পায়। জানা যায়, আড়ংঘাটা এলাকায় বেআইনি ভাবে বাংলাদেশ থেকে ভারতে এসে আত্মগোপন করে রয়েছেন দুই বাংলাদেশী নাগরিক। আর এরপরই ধানতলা পুলিশ আড়ংঘাটা এলাকায় অভিযান চালায়। আড়ংঘাটা বাস স্ট্যান্ড এলাকা থেকে দুই জন বাংলাদেশী মহিলাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা বেআইনি ভাবে দত্তপুলিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এরপর ওই ব্যক্তির সাহায্যে, আড়ংঘাটা এলাকায় আত্মগোপন করে ছিল। দুই বাংলাদেশি মহিলাকে জিজ্ঞাসাবাদ করে আশ্রয় দেওয়ার অভিযোগে আরও দুই জনকে গ্রেফতার করে ধানতলা পুলিশ।

সংবাদদাতা: বিশ্বজিৎ ব্যানার্জি

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement