Advertisement

Rohingya Arrest: বাংলাদেশ ঘুরে ভারতে ঢোকার চেষ্টা, কোচবিহারে গ্রেফতার ২ রোহিঙ্গা

মোটা টাকা ঘুষ দিয়ে সীমান্ত পার করে কয়েক পা এগোতেই পুলিশের জালে ধরা পড়লেন দুই অনুপ্রবেশকারী। ধৃতদের নাম রিজওয়ান (২৪) ও ফরমিনা আখতার (২৭)। কোচবিহারের মাথাভাঙা সীমান্তের ধাপড়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে। ধৃতদের আদালতে পেশ করেছে পুলিশ।

অনুপ্রবেশের অভিযোগে ধৃত দুই রোহিঙ্গা।অনুপ্রবেশের অভিযোগে ধৃত দুই রোহিঙ্গা।
স্বপন কুমার মুখার্জি
  • জলপাইগুড়ি,
  • 10 Mar 2025,
  • अपडेटेड 2:02 PM IST

মোটা টাকা ঘুষ দিয়ে সীমান্ত পার করে কয়েক পা এগোতেই পুলিশের জালে ধরা পড়লেন দুই অনুপ্রবেশকারী। ধৃতদের নাম রিজওয়ান (২৪) ও ফরমিনা আখতার (২৭)। কোচবিহারের মাথাভাঙা সীমান্তের ধাপড়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে। ধৃতদের আদালতে পেশ করেছে পুলিশ। ধৃতরা সম্ভবত রোহিঙ্গা বলে জানা গিয়েছে। 

পুলিশ সূত্রে খবর, ধৃতরা মায়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা। কয়েক বছর আগে তাঁরা বাংলাদেশে কক্সবাজারে অনুপ্রবেশ করেন। পরে নেপালে যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। ধাপড়া বাজার এলাকায় এক পুরুষ ও এক মহিলাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপরই পুলিশ এসে তাঁদের গ্রেফতার করে।

ধৃত রিজওয়ান পুলিশকে জানায়, মায়ানমারে থাকার সময় সে গুলিবিদ্ধ হয়েছিল। সম্প্রতি তাঁরা বাংলাদেশ থেকে নেপালে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। এজন্য এক দালালকে ৪০ হাজার বাংলাদেশি টাকা দেন সীমান্ত পার করানোর জন্য। কিন্তু সীমান্ত পার করতেই তাঁরা পুলিশের হাতে ধরা পড়ে।

মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন, বেআইনি অনুপ্রবেশের অভিযোগে এক পুরুষ ও এক নারীকে গ্রেফতার করা হয়েছে। ওঁরা মায়ানমারের নাগরিক। ধৃতদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশকারী আইনে মামলা দায়ের করা হয়েছে।

ধৃতরা জানিয়েছে, ভারতের মাটি ব্যবহার করে তাদের নেপালে যাওয়ার পরিকল্পনা ছিল। বর্তমানে তাঁদের আদালতে পেশ করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সংবাদদাতাঃ রাজেন প্রধান

Read more!
Advertisement
Advertisement