Advertisement

World Cup Loss Suicide: ভারতের হার মানতে না পারেননি, হতাশায় সুইসাইড বাঁকুড়ার যুবকের

World Cup Loss Suicide: বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়। হতাশায় আত্মহত্যা করলেন যুবক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া দেলার বেলিয়াতোড়ে। সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় বিশ্বকাপের ম্যাচ শেষ হওয়ার পরেই মানসিকভাবে ভেঙে পড়েন রাহুল লোহার নামের ওই যুবক।

বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়, হতাশায় আত্মঘাতী বাংলার যুবক। (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • বেলিয়াতোড়,
  • 20 Nov 2023,
  • अपडेटेड 2:13 PM IST
  • বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়। হতাশায় আত্মহত্যা করলেন যুবক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া দেলার বেলিয়াতোড়ে।
  • সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় বিশ্বকাপের ম্যাচ শেষ হওয়ার পরেই মানসিকভাবে ভেঙে পড়েন রাহুল লোহার নামের ওই যুবক।
  • অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে ভারতের হার মেনে নিতে পারছিলেন না বছর ২৩-এর রাহুল। এরপর রবিবার রাতে নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

World Cup Loss Suicide: বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়। হতাশায় আত্মহত্যা করলেন যুবক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া দেলার বেলিয়াতোড়ে। সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় বিশ্বকাপের ম্যাচ শেষ হওয়ার পরেই মানসিকভাবে ভেঙে পড়েন রাহুল লোহার নামের ওই যুবক।

অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে ভারতের হার মেনে নিতে পারছিলেন না বছর ২৩-এর রাহুল। এরপর রবিবার রাতে নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

রাহুলের পরিচিতরা জানিয়েছেন, একটি শাড়ির দোকানে কাজ করতেন তিনি। বরাবরই ভীষণ ক্রিকেটপ্রেমী। ভারতের যে কোনও খেলা থাকলে তা মিস করতেন না। এবারের বিশ্বকাপেও অন্যথা হয়নি।

প্রতিটা ম্যাচেই ভারতের জয়ের সঙ্গে হই-হুল্লোড় করেছেন। রবিবার ছিল ফাইনাল। সেই ম্যাচ নিয়েও অনেক আশাবাদী ছিলেন রাহুল। 

ফাইনাল ম্যাচ দেখবেন বলে রবিবার শাড়ির দোকানে কাজেও যাননি তিনি। বেলিয়াতোড়ের একটি সিনেমাহলের প্রোজেক্টারে খেলা দেখানো হচ্ছিল। সেখানেই বন্ধুদের সঙ্গে ম্যাচ দেখতে গিয়েছিলেন। কিন্তু সেখানে ভারতের পরাজয়ের পর একেবারে ভেঙে পড়েন। বন্ধুদের সঙ্গেই এরপর বাড়ি ফেরেন। 

রাহুলের পরিজনরা জানিয়েছেন, রবিবার রাত ১১টা নাগাদ রাহুলের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁর ভাই। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী বেলিয়াতোড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তঁকে মৃত ঘোষণা করেন। 

দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement