সম্পত্তি ও জমিজমা নিয়ে বিবাদের জেরে ইট ও হাতুড়ি দিয়ে ঠুকে কাকাকে খুন। অভিযুক্ত ভাইপো ও বউদি। দুজনকেই গ্রেফতার করল পুলিশ। ঘটনায় নৃশংসতায় অবাক প্রতিবেশীরা। গ্রেফতার করা হয়েছে ২ জনকে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
হানেফ মণ্ডল। বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার চাঁদা জামতলা এলাকায়। সেখানে তাঁর ভাইও পরিবার নিয়ে থাকে। ভাইয়ের পরিবারের সঙ্গেই হানেফের জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। এর আগেও অশান্তি হয়েছে। তবে সমস্যার সমাধান হয়নি।
প্রতিবেশীরা জানিয়েছেন, বুধবার সকালে জমি নিয়ে ফের দুই পরিবারের মধ্যে ঝামেলা হয়। হানিফের বউদি আজিফা ও তাঁর ছেলে ইয়ানুর প্রথমে হানিফকে মারধর করে। তার প্রতিবাদ করলে পাশে পড়ে থাকে ইট ও হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে খুন করে। হানেফকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হানেফের বউমা মুসলিমা মণ্ডল বলেন, 'সকালে বাজার থেকে এসে বাবার টাকা তুলতে যাওয়ার কথা। তিনি বাড়ি থেকে বেরিয়ে দেখেন, আমাদের জায়গাতে সিঁড়ি বানাচ্ছে ইয়ানুর ও তাঁর মা। ওই জায়গাটা আমাদের। সেই কারণে তাঁদের বারণ করা হয়। আমরাও বাইরে যাই। দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হতে হতে হঠাৎ আমার শ্বশুরকে মারধর চড় মারে আজিফা। আমার শ্বশুর ইয়ানুরের গায়ে হাত তুলতে যায়। তখনই ওরা দুজন মিলে আমার শ্বশুরকে মাটিতে ফেলে মারধর করে। হাতের কাছে থাকা ইঁট ও হাতুড়ি দিয়ে আঘাত করে। মারা যান তিনি।'
ঘটনার পর খবর পেয়ে সেখানে আসে বনগাঁ থানার পুলিশ। অভিযোগও দায়ের হয়েছে। অভিযুক্তদের শাস্তির দাবি করেছে হানিফের পরিবার। অভিযুক্ত ইয়ানুর ও তাঁর মা আজিফাকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ।