Advertisement

Vande Bharat Express: বাংলায় আরও এক বন্দে ভারত এক্সপ্রেস, রবিবার উদ্বোধন, এবার কোন রুটে?

Vande Bharat Express Patna To Howrah: বাংলা পেল আরও একটি বন্দে ভারত। আগামী ২৪ সেপ্টেম্বর রবিবার পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন আরও ৮টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হবে।

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 20 Sep 2023,
  • अपडेटेड 5:01 PM IST
  • রবিবার পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • ওই দিন আরও ৮টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হবে

বাংলা পেল আরও একটি বন্দে ভারত। আগামী ২৪ সেপ্টেম্বর রবিবার পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Patna To Howrah) সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন আরও ৮টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হবে। পটনা-হাওড়া বন্দে ভারত ২৪ সেপ্টেম্বর পটনা থেকে হাওড়ার উদ্দেশ্যে দুপুর সাড়ে ১২টায় ছাড়বে। তবে টাইম টেবিল এবং ভাড়া এখনও ঠিক করা হয়নি।

পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ট্রায়াল গত মাসেই করা হয়েছিল। ২৪ সেপ্টেম্বর উদ্বোধন হলেও সাধারণ যাত্রীদের জন্য পরিষেবা কবে থেকে শুরু হবে তা এখনও জানা যায়নি। পটনা থেকে হাওড়ার দূরত্ব ৫৩০ কিলোমিটার এবং ট্রায়াল রানের সময় এই দূরত্ব আসতে ট্রেনের সময় লেগেছিল সাড়ে ৬ ঘণ্টা। তবে, পটনা এবং হাওড়ার মধ্যে চলা বন্দে ভারত এক্সপ্রেসের সময় সময়সূচি এবং ভাড়ার বিষয়ে এখনও রেল বোর্ড সিদ্ধান্ত নেয়নি। রেলের আধিকারিক জানিয়েছেন যে ভাড়া এবং সময় সারণী বুধবার ঠিক করা হবে।

তবে সূত্রের খবর, পটনা থেকে এই ট্রেন সকাল ৮টা ছাড়তে পারে। হাওড়া পৌঁছতে পারে দুপুর আড়াইটে নাগাদ। তারপর হাওড়া থেকে ছাড়বে বিকেল ৪টেয় এবং পাটনায় ফিরবে রাত সাড়ে ১০টায়।

পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই হাওড়া – নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি – গুয়াহাটি এবং হাওড়া – পুরী রুটে চলা তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেয়েছে, যা যাত্রীদের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Read more!
Advertisement
Advertisement