Advertisement

Vidyasagar University: স্বাধীনতা সংগ্রামীদের 'সন্ত্রাসবাদী' কেন? 'লজ্জিত' VC, দুই অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থাও

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের (ষষ্ঠ সিমেস্টার) ইতিহাস অনার্স পরীক্ষার প্রশ্নপত্রে বিপ্লবীদের প্রসঙ্গে ভুল শব্দচয়নকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। প্রশ্নপত্রে ‘ঔপনিবেশিক’ প্রসঙ্গ ঘিরে ভুল অনুবাদের অভিযোগ ওঠে।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।-ফাইল ছবিবিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jul 2025,
  • अपडेटेड 4:44 PM IST
  • বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের (ষষ্ঠ সিমেস্টার) ইতিহাস অনার্স পরীক্ষার প্রশ্নপত্রে বিপ্লবীদের প্রসঙ্গে ভুল শব্দচয়নকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক।
  • প্রশ্নপত্রে ‘ঔপনিবেশিক’ প্রসঙ্গ ঘিরে ভুল অনুবাদের অভিযোগ ওঠে।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের (ষষ্ঠ সিমেস্টার) ইতিহাস অনার্স পরীক্ষার প্রশ্নপত্রে বিপ্লবীদের প্রসঙ্গে ভুল শব্দচয়নকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। প্রশ্নপত্রে ‘ঔপনিবেশিক’ প্রসঙ্গ ঘিরে ভুল অনুবাদের অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর জানান, অনিচ্ছাকৃত এই ভুলের জন্য ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান এবং মডারেশন বোর্ডের এক সদস্য, দুজনকেই তাঁদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপাচার্য বলেন, 'টাইপোগ্রাফিক্যাল বা প্রিন্টিং মিসটেকের জন্যই এই ভুল হয়েছে। তবে আমরা এটিকে সাধারণ ত্রুটি হিসেবে দেখছি না। ইতিহাস এবং বিপ্লবীদের প্রসঙ্গে ভুল হওয়াটা দুঃখজনক। আমি ব্যক্তিগতভাবে লজ্জিত ও আহত।'

ঘটনার গুরুত্ব বুঝে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় প্রধানদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন উপাচার্য। পরীক্ষা নিয়ামক ও ইউজিসি বোর্ডের চেয়ারম্যানের রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্ট অধ্যাপকদের সরিয়ে দেওয়া হয়। নতুনভাবে দুই সিনিয়র শিক্ষকের হাতে সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

এছাড়াও, ভবিষ্যতে প্রশ্নপত্র এবং পাঠ্যক্রমে 'কলোনিয়াল' বা 'ঔপনিবেশিক' শব্দ ব্যবহারে সংবেদনশীলতা বজায় রাখতে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। যেসব রেফারেন্স বইয়ে এই শব্দগুলি আছে, সেগুলিও বাদ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উপাচার্য জানান, 'ইতিহাস বিষয়ে বাংলায় অনুবাদ করার সময় একটি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ বাদ পড়ে যায়, ফলে ভুল ব্যাখ্যার সম্ভাবনা তৈরি হয়।' প্রশ্নটির মূল্যায়ন ও উত্তরপত্র মূল্যনির্ধারণ নিয়ে সিদ্ধান্ত নেবেন পরীক্ষা নিয়ামক।

 

Read more!
Advertisement
Advertisement