Advertisement

WB Durga Angan: এবার থেকে সারাবছরই থাকবে ঠাকুর, দুর্গাঙ্গন তৈরির তোরজোড় শুরু রাজ্যের

Durga Angan 2025: শুরু হল ‘দুর্গাঙ্গনে’র প্রস্তুতি। দেবী দুর্গাকে উৎসর্গ করে মন্দিরসদৃশ একটি কমপ্লেক্স গড়ে তোলা হবে। নিউ টাউনে এই প্রকল্পের আনুমানিক খরচ প্রায় ২৬২ কোটি টাকা। ১২ অগাস্ট মন্ত্রিসভায় অনুমোদনের পর অবশেষে এই প্রকল্পের কাজ শুরু হতে চলেছে।

দুর্গাঙ্গনের বিষয়ে জেনে নিন বিশদে।দুর্গাঙ্গনের বিষয়ে জেনে নিন বিশদে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Aug 2025,
  • अपडेटेड 7:32 PM IST
  • দেবী দুর্গাকে উৎসর্গ করে মন্দিরসদৃশ একটি কমপ্লেক্স গড়ে তোলা হবে। 
  •  নিউ টাউনে এই প্রকল্পের আনুমানিক খরচ প্রায় ২৬২ কোটি টাকা।
  •  ১২ অগাস্ট মন্ত্রিসভায় অনুমোদনের পর অবশেষে এই প্রকল্পের কাজ শুরু হতে চলেছে।

Durga Angan 2025: শুরু হল ‘দুর্গাঙ্গনে’র প্রস্তুতি। দেবী দুর্গাকে উৎসর্গ করে মন্দিরসদৃশ একটি কমপ্লেক্স গড়ে তোলা হবে। নিউ টাউনে এই প্রকল্পের আনুমানিক খরচ প্রায় ২৬২ কোটি টাকা। ১২ অগাস্ট মন্ত্রিসভায় অনুমোদনের পর অবশেষে এই প্রকল্পের কাজ শুরু হতে চলেছে।

Durga Angan কী? কেন তৈরি হচ্ছে?
রাজ্য সরকারের সূত্রে খবর, দেবী দুর্গাকে উৎসর্গ করে এই মন্দিরসদৃশ কমপ্লেক্স গড়ে তোলা হবে। অনেকটা দিঘার জগন্নাথ মন্দিরের ধাঁচেই এটা গড়ে তোলা হবে। বাংলার দুর্গাপুজো এবং ইউনেস্কোর ‘Intangible Cultural Heritage’ স্বীকৃতিকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

এক শীর্ষ সরকারি আধিকারিক জানিয়েছেন, 'দুর্গাপুজো এমনিতে বছরে একবারই আসে। কিন্তু এই দুর্গাঙ্গনে এসে সারাবছরই সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরা দুর্গাপুজোর সংকৃতির অনুভূতি নিতে পারবেন।'

নিউ টাউনের কোথায় Durga Angan তৈরি হচ্ছে?
হিডকো (WBHIDCO) সূত্রে খবর, ইকো পার্কের বিপরীতে, ওয়েস্টিন হোটেলের কাছে একটি জমি বেছে নেওয়া হয়েছে।

যোয়াযোগ ব্যবস্থা এবং বিমানবন্দর, মেট্রো স্টেশন ও অন্যান্য পর্যটন কেন্দ্রের কাছাকাছি লোকেশন দেখেই এই প্লট চিহ্নিত করা হয়েছে।

হিডকোকে এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে। কনস্ট্রাকশন শুরুর জন্য দ্রুত সংস্থা নিয়োগের কাজও শুরু হয়েছে।

Durga Angan প্রকল্পের খরচ কত?
এই কমপ্লেক্স তৈরির পিছনে আনুমানিক প্রায় ২৬২ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের পর্যটন দফতর এবং হিডকো যৌথভাবে এই প্রকল্পের বাস্তবায়ন করবে।

পর্যটকদের জন্য Durga Angan এ কী কী সুবিধা থাকবে?
সরকারি সূত্রে জানা গিয়েছে, দুর্গা অঙ্গনকে একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে।

১. আধুনিক আর্কিটেকচার

২. সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যাবে

৩. পর্যটকদের জন্য বিশ্রাম কেন্দ্র

গত ২১ জুলাই, শহিদ দিবসের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থায়ী দুর্গা মন্দির তৈরির পরিকল্পনা ঘোষণা করেছিলেন। সেই পরিকল্পনাকেই চলতি মাসে মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। এরপর পর্যটন দফতর এবং হিডকোকে জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়।

Durga Angan পরিচালনার জন্য ট্রাস্ট গঠন করা হবে
রাজ্যের পর্যটনমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, 'এই প্রকল্প তৈরি এবং চালনার জন্য একটি বিশেষ ট্রাস্ট গঠন করা হবে। খুব শীঘ্রই মেম্বারদের নাম ঘোষণা করা হবে।'

Advertisement

তিনি আরও বলেন, 'ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে বিশ্বমঞ্চে সম্মান জানিয়েছে। মুখ্যমন্ত্রী সেই সম্মানকে মর্যাদা দিয়ে এই দুর্গা অঙ্গনের ঘোষণা করেছেন।'

Durga Angan তৈরি কবে শেষ হবে?
সরকারিভাবে কোনও সময়সীমা ঘোষণা হয়নি। তবে দ্রুত নির্মাণের তোরজোড় শুরু হয়েছে।

Durga Angan কি সারা বছর খোলা থাকবে?
হ্যাঁ, পরিকল্পনা অনুযায়ী সারা বছরই এই কমপ্লেক্স খোলা থাকবে।

Read more!
Advertisement
Advertisement