Advertisement

WB Teacher Recruitment: যোগ্য তো? প্রমাণ করতে হবে রাজ্যের সব শিক্ষককে, নথি জমা দেওয়ার নির্দেশ

WB Teacher Recruitment: প্রত্যেক শিক্ষককেই সমস্ত নথি দিতে হবে। তার মধ্যমেই প্রমাণ করতে হবে যে তাঁরা যোগ্য। নিয়োগ দুর্নীতি মামলায় এমনই বড় নির্দেশ দিল শিক্ষা দফতর। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশের ভিত্তিতেই নথি জমা দিতে বলা হয়েছে শিক্ষকদের। 

নথি দেখাতে হবে রাজ্যের সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 May 2024,
  • अपडेटेड 2:45 PM IST
  • প্রত্যেক শিক্ষককেই সমস্ত নথি দিতে হবে। তার মধ্যমেই প্রমাণ করতে হবে যে তাঁরা যোগ্য।
  • নিয়োগ দুর্নীতি মামলায় এমনই বড় নির্দেশ দিল রাজ্যের শিক্ষা দফতর।
  • কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশের ভিত্তিতেই নথি জমা দিতে বলা হয়েছে শিক্ষকদের। 

WB Teacher Recruitment: প্রত্যেক শিক্ষককেই সমস্ত নথি দিতে হবে। তার মধ্যমেই প্রমাণ করতে হবে যে তাঁরা যোগ্য। নিয়োগ দুর্নীতি মামলায় এমনই বড় নির্দেশ দিল রাজ্যের শিক্ষা দফতর। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশের ভিত্তিতেই নথি জমা দিতে বলা হয়েছে শিক্ষকদের। এর জন্য আগামী ২৭ মে পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষকদের। এর আওতায় প্রায় ১ লক্ষ ৩০ হাজারের বেশি শিক্ষক আসবেন। নির্দিষ্ট তারিখের মধ্যেই নিয়োগের সমস্ত নথি জমা দিতে হবে তাঁদের। 

কী কী নথি?
শিক্ষকদের SSC-র শংসাপত্র, নিয়োগ পত্র, বর্তমান চাকরির প্রমাণ পত্র জমা করতে হবে। এদিকে SSC-র নিয়োগপ্রাপ্ত না হলে সেক্ষেত্রে অ্যাপ্রুভাল মেমো দেখাতে হবে। শুধু অনলাইন আপলোড নয়, প্রধান শিক্ষকদের মাধ্যমে ডিআই-দের কাছে প্রমাণের হার্ড কপি দেখাতে হবে।

ডিআই-দেরও ডেডলাইন রয়েছে। আগামী ৭ জুনের মধ্যে সমস্ত নথি খতিয়ে দেখে রিপোর্ট পেশ করতে হবে তাঁদের। 

এই নির্দেশে যদিও শিক্ষকদের একাংশ বেশ অসন্তোষ প্রকাশ করছেন। তাঁরা বলছেন, যাঁদের নিয়োগের বহু বছর হয়ে গিয়েছে, তাঁরা পুরানো নথিপত্র এখন কোথা থেকে খুঁজে পাবেন। এটা না করলে কী হবে, তাই নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা। নির্দেশিকা পড়তে ক্লিক করুন এইখানে:View PDF

IOSMS-এ ডেটা এন্ট্রি করতে হবে স্কুলকে

এর জন্য  IOSMS নামে একটি পোর্টাল রয়েছে।
সেখানে লগ ইন করতে হবে। এরপর SSC Data Submission অপশনে যেতে হবে। সেখানেই ডেটা, নথি আপলোড করতে হবে স্কুলকে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement