Advertisement

WB Weather Update: বিকেলে ৫ জেলায় ঝড়-বৃষ্টি, তীব্র গরমেরও পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কবে থেকে?

গত কয়েকদিনের স্বস্তির পর ফের রাজ্যে ফিরে আসছে অস্বস্তিকর গরম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিনে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে গোটা পশ্চিমবঙ্গে।

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 06 May 2025,
  • अपडेटेड 10:33 AM IST
  • গত কয়েকদিনের স্বস্তির পর ফের রাজ্যে ফিরে আসছে অস্বস্তিকর গরম।
  • আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।

গত কয়েকদিনের স্বস্তির পর ফের রাজ্যে ফিরে আসছে অস্বস্তিকর গরম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিনে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে গোটা পশ্চিমবঙ্গে।

সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে সপ্তাহের মাঝামাঝি থেকে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। আগামী ৮ মে থেকে ১০ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কম। অন্যদিকে, উত্তরবঙ্গে এখনও বজায় থাকবে ঝড়-বৃষ্টির আশঙ্কা। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং-সহ উত্তরবঙ্গের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া দফতরের মতে, মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গেও বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। সেইসঙ্গে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আগামীকাল ৬ মে-তেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ৭ মে’র পর থেকে বৃষ্টির দাপট কমবে এবং গরম অনুভবযোগ্যভাবে বাড়বে। তীব্র গরম ও তাপপ্রবাহের পূর্বাভাসকে মাথায় রেখে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। তাই আগামী সপ্তাহান্তে রাজ্যবাসীকে প্রস্তুত থাকতে হবে একদিকে যেমন বজ্রবিদ্যুৎ ও ঝড়বৃষ্টির জন্য, অন্যদিকে তেমনই তীব্র তাপপ্রবাহের জন্যও।

 

Read more!
Advertisement
Advertisement