Advertisement

WBJEE Results 2024: জয়েন্টের রেজাল্ট আউট, প্রথম বাঁকুড়ার কিংশুক, প্রথম দশে কারা? রইল মেধাতালিকা

আজ, বৃহস্পতিবার প্রকাশিত হল জয়েন্টের ফল। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে বৈঠক করে জানানো হল রেজাল্ট। ফলপ্রকাশের সঙ্গে সঙ্গে মেধাতালিকাও প্রকাশ করবে বোর্ড। প্রথম ১০ জনের নাম ঘোষণা করা হল। এবার জয়েন্টে বাঁকুড়ার কিংশুক পাত্র প্রথম হয়েছেন।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jun 2024,
  • अपडेटेड 5:23 PM IST
  • আজ, বৃহস্পতিবার প্রকাশিত হল জয়েন্টের ফল।
  • ফলপ্রকাশের সঙ্গে সঙ্গে মেধাতালিকাও প্রকাশ করবে বোর্ড।

আজ, বৃহস্পতিবার প্রকাশিত হল জয়েন্টের ফল। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে বৈঠক করে জানানো হল রেজাল্ট। ফলপ্রকাশের সঙ্গে সঙ্গে মেধাতালিকাও প্রকাশ করবে বোর্ড। প্রথম ১০ জনের নাম ঘোষণা করা হল। এবার জয়েন্টে বাঁকুড়ার কিংশুক পাত্র প্রথম হয়েছেন। দ্বিতীয় হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয় এক্সপেরিমেন্টাল হাইস্কুলের শুভ্রদীপ পাল। তৃতীয় হয়েছেন কৃষ্ণনগরের বিবস্বান বিশ্বাস।

চতুর্থ হয়েছেন দার্জিলিং পাবলিক স্কুলের ইরাদ্রি বাসু খান্দ। পঞ্চম হয়েছেন কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের ময়ুখ চৌধুরী। ষষ্ট হয়েছেন হুগলীর রিপন গাঙ্গুলি। সপ্তম হয়েছেন আলিপুর দুয়ারের  অভীক দাস। অষ্টম হয়েছেন অথর্ব সিংহানিয়া। নবম হয়েছেন স্কটিশচার্চ কলেজের শৌনক কর। দশম হয়েছেন নরেন্দ্রপুরের বিজিত। 

এদিন বিকেল ৪টার পর থেকেই পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল দেখতে পাবেন। এই বছর ২৮ এপ্রিল রবিবার ছিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা। এই বছর মোট ১ লক্ষ ৪২ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী জয়েন্টে বসেছিলেন। পেপার ১ ও পেপার ২-এর দুটি পরীক্ষা আয়োজিত হয়েছিল দুটি শিফটে।

প্রথম শিফট ছিল সকাল ১১টা থেকে ১টা এবং দ্বিতীয় শিফট ছিল বেলা ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। এরপর বিগত ৬ মে এই পরীক্ষার প্রভিশনাল আন্সার কি প্রকাশ পায়, ২৪ মে পর্যন্ত সেই আন্সার কি-তে চ্যালেঞ্জ জানানো যেত। এবার আনুষ্ঠানিক ফলপ্রকাশ। আজ বিকেল ৪টের পর থেকে পরীক্ষার্থীরা www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইট থেকে জয়েন্ট এন্ট্রান্সের বা স্কোরকার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
 

 

Read more!
Advertisement
Advertisement