Durga Puja Weather Forecast: পুজোর আগেই বর্ষা বিদায় নিল দক্ষিণবঙ্গ থেকে। উত্তরবঙ্গের মালদা থেকেও বিদায় নিয়েছে বর্ষা। উত্তরের বাকি অংশ থেকেও আগামী কয়েকদিন বর্ষা বিদায় নেবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। ১৭ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত বড় কোনও আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে না।
পুজোর ওয়েদার
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত রাজ্যের কোথাও কোনও নির্দিষ্ট করে কোনও আবহাওয়ার পরিবর্তন বা বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে ১৭ থেকে ২০ তারিখ পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে না। আর ২১ থেকে ২৪ তারিখ পর্যন্ত অর্থাৎ পুজোর কটাদিন উত্তরবঙ্গের কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ১৭ থেকে ২০ তারিখ পর্যন্ত ওয়েদার ড্রাই থাকবে। তবে আকাশ মেঘলা থাকতে পারে। ১৭ অক্টোবর ও ১৮ অক্টোবর মেঘলাভাব বেশি থাকবে। ২১ অক্টোবর সপ্তমী ও ২২ অক্টোবর অষ্টমীতে তারিখ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। ২৩ তারিখ নবমী ও ২৪ তারিখ দশমীর দিন কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে খুব হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি হওয়ার ৩০ থেকে ৪০ শতাংশ সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।
২০ অক্টোবর ষষ্টীর দিন থেকেই সর্বনিম্ন তাপমাত্রা কমবে। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা নামতে পারে ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াসে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২-৩৩ ডিগ্রি সেলসিয়াস।