পশ্চিমবঙ্গের (West Bengal Weather) একাধিক জেলায় ফের বৃষ্টি নামতে চলেছে। মঙ্গলবার সকালেই মায়ানমার সীমান্তের কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে মঙ্গলবার থেকেই শুরু হবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি ধীরে ধীরে কমতে শুরু করবে।
অন্যদিকে দক্ষিণবঙ্গেও ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়া দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, মঙ্গলবার থেকেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে। আকাশ থাকবে মেঘলা, সঙ্গে কয়েক দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপের কারণে সমুদ্রও উত্তাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত জেলেদের জন্য সতর্কবার্তা জারি হয়েছে। মঙ্গলবার, ২ সেপ্টেম্বর থেকে বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে সোমবার কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ছিল। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৬৩ থেকে ৯৪ শতাংশের মধ্যে।