বুধবার সরস্বতী পুজোর দিন বিকেল থেকে একাধিক জেলায় হালকা-মাঝারি, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এরপরের দিনও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আসুন এক নজরে জেনে নেওয়া যাক আবহাওয়া দফতরের ওয়েবসাইটের আপডেট অনুযায়ী, কবে কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে।
বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪-এ, দুপুরে প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী,
১৪ ফেব্রুয়ারি, বুধবার
দক্ষিণবঙ্গ: হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গ: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার
দক্ষিণবঙ্গ: উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গ: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
১৬ ফেব্রুয়ারি
এই দিন থেকে বদলাচ্ছে আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি/বজ্রবিদ্যুৎ-এর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।