Advertisement

Weather Forecast: হালকা ও মাঝারি বৃষ্টি-ঝোড়ো হাওয়া, হতে পারে শিলাবৃষ্টিও

আজ, রবিবার রাজ্যের আবহাওয়া সারাদিন (west bengal Weather Today) কেমন থাকবে দেখে নিন একনজরে। দক্ষিণবঙ্গে আজ সর্বোচ্চ তাপমাত্রা (Weather Forecast) থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Apr 2023,
  • अपडेटेड 6:33 AM IST
  • আজ, রবিবার রাজ্যের আবহাওয়া সারাদিন (west bengal Weather Today) কেমন থাকবে দেখে নিন একনজরে।
  • দক্ষিণবঙ্গে আজ সর্বোচ্চ তাপমাত্রা (Weather Forecast) থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আজ, রবিবার রাজ্যের আবহাওয়া সারাদিন (west bengal Weather Today) কেমন থাকবে দেখে নিন একনজরে। দক্ষিণবঙ্গে আজ সর্বোচ্চ তাপমাত্রা (Weather Forecast) থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকাল থেকে দেখা মিলবে রোদের। আংশিক মেঘলা থাকবে মাঝে মাঝে। দুপুরের পর বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন অংশে। রাতে আকাশ পরিষ্কার থাকবে। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটারের কাছাকাছি। 

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিন কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলতে পারে বৃষ্টিপাত। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে শিলাবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ৩ এপ্রিল, সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলতে পারে বৃষ্টি। পূর্বাভাস বলছে, এদিন উত্তরের তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুরে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement