উইকএন্ডে ফের বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। নিম্নচাপ কাটতে না কাটতেই, রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি। শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার থেকেই আবহাওয়া বদলাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার থেকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে বায়ুমণ্ডলে। রবিবার থেকে আবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের উপকূলে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা প্রবল। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে সেই সম্ভাবনা বেশি। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার কোনও লক্ষণ নেই। আগামী কয়েকদিন ভিজবে উত্তরবঙ্গও। আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন-রবিবার হাওড়ায় বাতিল প্রচুর লোকাল, রয়েছে স্পেশাল ট্রেনও
চৈত্রের শুরুতেই বঙ্গে বৃষ্টি। নিম্নচাপ কাটতে না কাটতেই ফের একবার বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগামী ৪৮ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওা দফতর। রবিবার সকালেও আকাশে মেঘ থাকবে। রোদও উঠবে। বিকেলের দিকে আকাশ মেঘলা থাকতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সন্ধের পর থেকে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্য়ুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে পার্বত্য জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে বলেছে হাওয়া অফিস। যদিও ফের এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনাতে ঝড় বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত বেশি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ-সহ হতে পারে। বুধবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।