Advertisement

Weather Kolkata: আপাতত 'ব্রেক' নিচ্ছে শীত! ঠাণ্ডার আমেজে চোখ রাঙাচ্ছে সম্ভাব্য নিম্নচাপ

রাত নামলেই হালকা শিরশিরে ভাব, আর দুপুর গড়াতেই ফের চড়া রোদ। নভেম্বরের অর্ধেক পেরিয়েও এখন সবার মনে একটাই প্রশ্ন; শীত কোথায়? কবে থেকে লেপ-কম্বল বের করার মতো ঠান্ডা পড়বে?

শীতের আমেজে ভ্রুকুটি নিম্নচাপের।শীতের আমেজে ভ্রুকুটি নিম্নচাপের।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Nov 2025,
  • अपडेटेड 7:04 AM IST
  • রাত নামলেই হালকা শিরশিরে ভাব, আর দুপুর গড়াতেই ফের চড়া রোদ।
  • নভেম্বরের অর্ধেক পেরিয়েও এখন সবার মনে একটাই প্রশ্ন; শীত কোথায়?
  • আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।

রাত নামলেই হালকা শিরশিরে ভাব, আর দুপুর গড়াতেই ফের চড়া রোদ। নভেম্বরের অর্ধেক পেরিয়েও এখন সবার মনে একটাই প্রশ্ন; শীত কোথায়? কবে থেকে লেপ-কম্বল বের করার মতো ঠান্ডা পড়বে? আপাতত সেই উত্তর দিতে পারছেন না আবহাওয়াবিদরা। তবে শীত না এলেও, এবার উল্টো সংকেত দিচ্ছে আলিপুরের দফতর। আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ তৈরি হলে, তা শীতের বায়ু চলাচলে বাধা সৃষ্টি করতে পারে। আর সেই কারণেই সাধারণত নভেম্বরের শেষ থেকে যেভাবে ঠাণ্ডা বাড়তে থাকে, সেটা হবে না। পুরোটাই এই নিম্নচাপ তৈরি ও তার গতিবিধির উপর নির্ভর করছে।

কবে নাগাদ নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে?

আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২২ নভেম্বর নাগাদ বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হতে পারে। দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে ঢুকে সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তামিলনাড়ু সহ দক্ষিণের রাজ্যগুলিতে তার সরাসরি প্রভাব পড়তে পারে। এমনটাই মনে করছেন আবহবিদরা। শ্রীলঙ্কাতেও বৃষ্টি বাড়তে পারে। নিম্নচাপ আরও ঘনীভূত হবে কি না সেই দিকেও নজর রাখা হচ্ছে।

তবে এর প্রভাব বাংলায় পৌঁছবে কি না, তা স্পষ্ট নয়। বৃষ্টি নিয়ে তাই চিন্তিত হওয়ার কিছু নে। তবে এর জেরে এখনই রাজ্যে অফিসিয়ালি শীত শুরু হচ্ছে না বলেই দাবি আলিপুরের। উল্টে আগামী কয়েকদিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তেও পারে। ফলে নভেম্বরের শেষে কোনওভাবেই শীতের আমেজ মিলবে না। ডিসেম্বরের শুরুতে কি তবে শীত আসবে? এখন থেকেই সেই বিষয়ে কিছু বলা যাচ্ছে না বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 

Read more!
Advertisement
Advertisement