ফেব্রুয়ারির শেষপ্রান্তে এসে দুই বঙ্গেই আবহাওয়ার চেহারায় পরিবর্তন আসতে চলেছে। রবিবারের সামান্য বৃষ্টির পর সোমবার থেকে রাজ্যের বেশিরভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় এবং উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সোমবার সামান্য বৃষ্টি হতে পারে। অন্যদিকে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া-সহ রাজ্যের বেশিরভাগ জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে আজ সামান্য বৃষ্টির ইঙ্গিত থাকলেও ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে। এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়ার তেমন পরিবর্তন হবে না।
তাপমাত্রার ওঠাপড়া ও শীতের হালকা আমেজ
দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আগামী কয়েকদিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে শীতের তেমন কোনও প্রকট অনুভূতি থাকবে না। মার্চের শুরুতে তাপমাত্রা ফের বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় ২৫ ফেব্রুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। ২৬ ও ২৭ ফেব্রুয়ারি তা সামান্য বেড়ে ২১ ডিগ্রি হতে পারে। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস।
উত্তরবঙ্গে রাতের তাপমাত্রাও সামান্য কমবে। আগামী দু’দিন তা ২-৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে, তবে এরপর আবার তাপমাত্রা বাড়বে।
বৃষ্টির থেকে স্বস্তি, তবে গরমের পূর্বাভাস স্পষ্ট
ফেব্রুয়ারির শুরুতে বৃষ্টিতে ভিজলেও, মার্চের শুরুতেই গরমের দাপট ফিরে আসতে চলেছে। বিশেষত, দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা দ্রুত বাড়তে পারে। আবহাওয়া দফতরের মতে, বৃষ্টির সম্ভাবনা কম থাকায় রাজ্যের বেশিরভাগ অঞ্চলে গরমের অনুভূতিও তত দ্রুতই বাড়বে।
এই মুহূর্তে বৃষ্টি থেকে সাময়িক স্বস্তি মিললেও, গরমের প্রস্তুতি এখনই নিতে হবে রাজ্যবাসীকে, বলছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে, হালকা শীতের ছোঁয়া উপভোগ করতে যারা প্রস্তুত, তাদের জন্য চলতি সপ্তাহ কিছুটা স্বস্তিদায়ক হতে পারে।