চলতি সপ্তাহে রাজ্যে তাপমাত্রা বাড়বে, এই পূর্বাভাস আগেই দিয়ে রেখেছিল আলিপুর আবহাওয়া দফতর। দুর্ভোগ যে আরও বাড়তে চলেছে, এবার সেই সতর্কতাও দিয়ে দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ থেকে ফের রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের জন্যই এই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
কোন কোন জেলায় তাপপ্রবাহ
দক্ষিণবঙ্গের একাধিক জেলা তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে। আজ অর্থাৎ পয়লা জুন তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে গোটা দক্ষিণবঙ্গের জন্যই। বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং ও কালিম্পং ছাড়া রাজ্যের সব জেলাতেই তাপপ্রবাহ অথবা তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। তাপপ্রবাহ থাকবে পুরুলিয়া ,বাঁকুড়া ,ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে। উত্তরবঙ্গে তাপপ্রবাহ থাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে কোচবিহার, জলপাইগুড়ি, এবং আলিপুরদুয়ার জেলায়। শনিবার, ৩ জুন তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায়।
কেন এমন পরিস্থিতি
পূর্ব মধ্যপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই কারণেই রাজ্যে বইবে উত্তর-পশ্চিমের শুকনো ও গরম হাওয়া। ফলে আগামী ৪-৫ দিনে আরো দু'ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। দার্জিলিং ও কালিম্পং ছাড়া রাজ্যের বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। প্রসঙ্গত, আর্দ্রতাজনিত অস্বস্তি চলছেই। আগামী ৪-৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই সময়ে উপকূলের কাছাকাছি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে শুকনো গরম ও অস্বস্তি থাকবে। অর্থাৎ লু এর মত পরিস্থিতি তৈরি হবে।
কোথায় কোথায় বৃষ্টি?
আগামী কয়েক দিন দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি চলবে উত্তরের এই পার্বত্য জেলাগুলিতে। পাশাপাশি আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ২৪ ঘণ্টায় খুব সামান্য সম্ভাবনা থাকলেও তারপর থেকে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতে।
কলকাতার পরিস্থিতি
দিনভর তীব্র গরমের পর বুধবার কলকাতার আকাশ মেঘলা থাকলেও কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। কিন্তু আপাতত কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর বুজানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৮ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বিকেল কিংবা সন্ধের দিকে কোনও কোনও জায়গায় বজ্রপাত কিংবা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারপর থেকে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতে।