Advertisement

Weather Update: আবহাওয়ার বিরাট বদল, এই জেলাগুলিতে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বভাস

প্রচণ্ড গরমের মধ্যেও স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ার ও পুরুলিয়ায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Mar 2025,
  • अपडेटेड 4:59 PM IST
  • প্রচণ্ড গরমের মধ্যেও স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর।
  • দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রচণ্ড গরমের মধ্যেও স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ার ও পুরুলিয়ায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

তাপপ্রবাহের সতর্কতা ছয় জেলায়
রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের ছয়টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি পারদ চড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বেশি থাকবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও নদিয়ায়।

কবে মিলবে গরম থেকে স্বস্তি?
সোমবারও গরমের দাপট বজায় থাকবে। বিশেষ করে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে থাকবে। তবে বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দু’দিনের বৃষ্টিতে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গের কিছু জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। দার্জিলিঙে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, আর মালদায় তাপমাত্রা ৩৮ ডিগ্রির ওপরে উঠতে পারে।

কলকাতার পরিস্থিতি
কলকাতায় তীব্র গরমের পূর্বাভাস রয়েছে। দিনের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অস্বস্তিও বাড়বে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬০-৯৩ শতাংশ থাকায় গরম আরও বেশি অনুভূত হবে। তবে বুধবার থেকে মেঘলা আকাশ, আর বৃহস্পতিবার বা শুক্রবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

উত্তর-পূর্ব ভারতের ঝড়-বৃষ্টির পূর্বাভাস
আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে। সেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। উত্তরপ্রদেশ ও অরুণাচল প্রদেশে ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে।
 

 

Read more!
Advertisement
Advertisement