
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ দ্রুত শক্তি বাড়াচ্ছে। আজ, মঙ্গলবারই তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা, আর পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম হবে ‘সেনিয়ার’, যার অর্থ ‘সিংহ’। নামটি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি।
এদিকে নিম্নচাপের দাপটে শীতের আমেজ বাড়ছে দক্ষিণবঙ্গে। মরসুমে প্রথম বার কলকাতার তাপমাত্রা নেমে গেল ১৬ ডিগ্রিতে, যা স্বাভাবিকের থেকে প্রায় দুই ডিগ্রি কম। শহরের বিভিন্ন এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা ছড়িয়ে পড়ে।
নিম্নচাপ - গভীর নিম্নচাপ - ঘূর্ণিঝড়?
মৌসম ভবন জানিয়েছে, নিম্নচাপটি মঙ্গলবারই গভীর নিম্নচাপ হবে। এরপর ৪৮ ঘণ্টায় তা আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এর রূপ নেওয়ার সম্ভাবনা প্রবল। সিস্টেমটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গিয়ে বিশাখাপত্তনমের কাছাকাছি স্থলভাগে আছড়ে পড়তে পারে।
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি
এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথের জেরে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। সমুদ্রে ঝোড়ো হাওয়া বইবে। তবে পশ্চিমবঙ্গে কোনও সরাসরি প্রভাব নেই। তবে হাওয়ার গতিপ্রকৃতিতে কিছু পরিবর্তন হতে পারে। আগামী দু’-তিন দিনে রাজ্যে ভোরের দিকে কুয়াশা বাড়বে। কোথাও কোথাও রাতের তাপমাত্রা সাময়িকভাবে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
কলকাতা ও পাহাড়ে শীতের ছোঁয়া
কলকাতায় মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম)। সোমবারের সর্বোচ্চ ছিল ২৭.১° ডিগ্রি (স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম)। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রির নীচে।
বঙ্গের আবহাওয়া আপাতত শুষ্ক
আগামী কয়েক দিনে উত্তর বা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর আকাশ থাকবে পরিষ্কার। ভোর এবং সকালবেলায় থাকবে হালকা শীতের অনুভূতি।