Advertisement

Weather Update: স্বস্তির ঝড়-বৃষ্টির পূর্বাভাস কবে? জানাল হাওয়া অফিস, ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা

কাল, শুক্রবার থেকে তাপমাত্রা লাফিয়ে বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ থেকে ২৯ এপ্রিল দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র গরম হবে। শহর-গ্রামেই দিনের সর্বোচ্চ ৩৪–৩৬° ডিগ্রি সেলসিয়াস। এবং রাতের সর্বনিম্ন ২৯–৩০° সেলসিয়াস অতিক্রম করতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস।-ফাইল ছবিআবহাওয়ার পূর্বাভাস।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Apr 2025,
  • अपडेटेड 10:40 AM IST
  • কাল, শুক্রবার থেকে তাপমাত্রা লাফিয়ে বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ থেকে ২৯ এপ্রিল দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র গরম হবে।

কাল, শুক্রবার থেকে তাপমাত্রা লাফিয়ে বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ থেকে ২৯ এপ্রিল দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র গরম হবে। শহর-গ্রামেই দিনের সর্বোচ্চ ৩৪–৩৬° ডিগ্রি সেলসিয়াস। এবং রাতের সর্বনিম্ন ২৯–৩০° সেলসিয়াস অতিক্রম করতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা ৬০–৬৫% থাকায় ঘাম ঝরার পরিমাণ বেড়েছে, কিন্তু সেই আর্দ্রতায় বৃষ্টির অবকাশ নেই—বঙ্গোপসাগর থেকে আনা জলীয় বাষ্প জমা হলেও বৃষ্টির সম্ভাবনা নেই। 

তবে শনিবার থেকে পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।

ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ‘তাপপ্রবাহ’ সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বুধবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে, আজ বৃহস্পতিবার পশ্চিম হিমালয়ে সক্রিয় হওয়া নতুন পশ্চিমা ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পার্শ্ববর্তী গিলগিট-বালতিস্তান, মুজাফফরাবাদ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে। শ্রীনগর, পহেলগাম, মানালি, সিমলা, কেদারনাথ, বদ্রীনাথ, নৈনিতাল, মুসৌরি—এই পর্যটনস্থলে সাময়িক তাপমাত্রা সামান্য কমবে।

 

Read more!
Advertisement
Advertisement