কাল, শুক্রবার থেকে তাপমাত্রা লাফিয়ে বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ থেকে ২৯ এপ্রিল দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র গরম হবে। শহর-গ্রামেই দিনের সর্বোচ্চ ৩৪–৩৬° ডিগ্রি সেলসিয়াস। এবং রাতের সর্বনিম্ন ২৯–৩০° সেলসিয়াস অতিক্রম করতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা ৬০–৬৫% থাকায় ঘাম ঝরার পরিমাণ বেড়েছে, কিন্তু সেই আর্দ্রতায় বৃষ্টির অবকাশ নেই—বঙ্গোপসাগর থেকে আনা জলীয় বাষ্প জমা হলেও বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে শনিবার থেকে পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।
ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় ‘তাপপ্রবাহ’ সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় বুধবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, আজ বৃহস্পতিবার পশ্চিম হিমালয়ে সক্রিয় হওয়া নতুন পশ্চিমা ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পার্শ্ববর্তী গিলগিট-বালতিস্তান, মুজাফফরাবাদ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে। শ্রীনগর, পহেলগাম, মানালি, সিমলা, কেদারনাথ, বদ্রীনাথ, নৈনিতাল, মুসৌরি—এই পর্যটনস্থলে সাময়িক তাপমাত্রা সামান্য কমবে।