ঘূর্ণাবর্তের প্রভাবে ফের ভিজছে রাজ্য। পুজোর সময় থেকেই চলছে বৃষ্টি। সেই ধারা এখনও অব্যাহত। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও টানা ভেজা আবহাওয়া। আবহাওয়ার এই খামখেয়ালি আচরণে নাজেহাল সাধারণ মানুষ। তবে আশার খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, খুব শিগগিরই রাজ্য থেকে বিদায় নিতে চলেছে মৌসুমী বায়ু।
ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টি
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে দুটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, একটি দক্ষিণ বাংলাদেশের উপর, অন্যটি উত্তর ওড়িশার ওপরে। এই দুটি ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে দক্ষিণবঙ্গে অন্তত শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।
পাঁচ জেলায় হলুদ সতর্কতা
দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার পূর্বাভাস থাকায় এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কলকাতায় আজও আকাশ থাকবে মেঘলা, তবে শুক্রবারের তুলনায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে আশা আবহবিদদের।
মৌসুমী বায়ুর বিদায়ের সঙ্কেত
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই রাজ্য থেকে আস্তে আস্তে বিদায় নিতে শুরু করবে মৌসুমী বায়ু।
১২ অক্টোবরের মধ্যে উত্তরবঙ্গ
১৮ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গ
থেকে বর্ষা সম্পূর্ণরূপে বিদায় নিতে পারে। তবে বিদায়ের আগে মৌসুমী বায়ু আর অতি ভারী বৃষ্টি ঘটানোর মতো শক্তি রাখবে না বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।
বৃষ্টির পর শুষ্ক হাওয়ার ইঙ্গিত
আবহবিদদের মতে, আগামী মঙ্গলবারের পর থেকেই আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে। সকালে শুষ্ক হাওয়া বইবে, আকাশ হবে পরিষ্কার। তবে আপাতত দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য তেমন বাড়বে না।
উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলতে পারে, যদিও এখনই কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। সব মিলিয়ে বলা যায়, ঘূর্ণাবর্তের প্রভাবে এই সপ্তাহান্তে রাজ্যজুড়ে বৃষ্টির দাপট থাকলেও, আগামী সপ্তাহের শুরু থেকেই ধীরে ধীরে হাওয়া বদলের ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে এবার হয়তো সত্যিই 'বৃষ্টির বিদায়' গানের সুর ভেসে উঠতে চলেছে রাজ্যের আকাশে।