উৎসবের মাঝেই ফের ভ্রুকুটি নিম্নচাপ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ষষ্ঠীর দিনও কলকাতাসহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। অষ্টমী পর্যন্ত তুলনামূলকভাবে বৃষ্টি কম থাকলেও নবমীতে পরিস্থিতি আমূল বদলাবে।
আবহাওয়া দফতরের বুলেটিন জানাচ্ছে, নবমীর দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, নদিয়া, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। শুধু নবমী নয়, দশমী ও একাদশীতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিতে ভাসার পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গেও একই চিত্র দেখা দেবে। জলপাইগুড়ি ও দার্জিলিংসহ পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালদহ ও দুই দিনাজপুরে সোমবার থেকেই বৃষ্টি নামতে পারে। দশমী ও একাদশীতে উত্তরবঙ্গ জুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা প্রবল।
সমুদ্রতীরবর্তী জেলাগুলিতেও জারি হয়েছে সতর্কতা। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূল জুড়ে বইতে পারে ঝোড়ো হাওয়া, যার বেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ফলে পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের অন্তত রবিবার পর্যন্ত সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।