বিশ্বকর্মা পুজোর দিনেও রাজ্যে বজায় থাকছে রোদ-বৃষ্টির খেলা। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢুকতে থাকায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়াতেই থাকছে বৈপরীত্য। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বর্ষণ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ মেঘলা থাকবে, সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগের দমকা হাওয়া। এতে কিছুটা অস্বস্তি থাকলেও বৃষ্টি নামলে মিলবে স্বস্তি।
অন্যদিকে, উত্তরবঙ্গের ৬ জেলায় জারি হয়েছে বিশেষ সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনা থাকলেও সপ্তাহান্তে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বর্ষণের দাপট বজায় থাকতে পারে।
কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে কম। আপেক্ষিক আর্দ্রতা ৮১ থেকে ৯৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৬ থেকে ৩১ ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস।
হাওয়া অফিসের পরামর্শ, দক্ষিণবঙ্গের নাগরিকদের হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার জন্য সতর্ক থাকতে হবে। উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য ভারী বর্ষণেই রয়েছে সবচেয়ে বড় সতর্কতা। এর ফলে পুজোর কেনাকাটায় অসুবিধা তৈরি হতে পারে বলেই আশঙ্কা।