বৃহস্পতিবারও শুধু শহর কলকাতা নয়, গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী কয়েক দিন এই একই পরিস্থিতি থাকবে প্রায় সমস্ত জেলাতেই।
দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি?
আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাষ রয়েছে। তবে সমস্ত জেলাতেই শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমে যাবে। এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। সেপ্টেম্বরের ৯ তারিখ দিয়ে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।
আগামী ২৪ ঘন্টায় বেশ কিছু দক্ষিণবঙ্গের জেলাগুলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ছাড়াও ঝাড়গ্রাম ও বাঁকুড়ার দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী ২৪ ঘন্টায়।
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে
আগামী পাঁচ দিনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী দুদিন একই রকম থাকবে দুই দিনের পর দিয়ে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে দক্ষিণ বঙ্গের জন্য উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টার মূলত মেঘলা আকাশ ২৪ ঘন্টা পরে কলকাতার তাপমাত্রা ৩১ ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি কাছাকাছি থাকা সম্ভাবনা থাকছে।