Advertisement

Bengal Weather Today: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এর ফলে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিস্তৃত এলাকাজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতাতে হালকা-মাঝারি বৃষ্টিই হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে যেতে বারণ করা হয়েছে।

Rain weather UpdateRain weather Update
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jul 2024,
  • अपडेटेड 6:41 AM IST
  • রবিবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ।বিস্তৃত এলাকাজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • এর ফলে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • দক্ষিণবঙ্গের বিস্তৃত এলাকাজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এর ফলে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিস্তৃত এলাকাজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতাতে হালকা-মাঝারি বৃষ্টিই হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে যেতে বারণ করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপ বলয়। ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উত্তরাংশের কাছে উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে এই নিম্নচাপ। পুরী থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ১৩০ কিলোমিটার পূর্বে রয়েছে সেই নিম্নচাপ। অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে এর দূরত্ব ২৪০ কিলোমিটার। কলিঙ্গপত্তনমের পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে রয়েছে নিম্নচাপটি। বঙ্গোপসাগরের উপর দিয়ে ক্রমে তা উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে।

এর ফলে ২০ জুলাই থেকে টানা বৃষ্টির বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন

আপাতত কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি।

শনিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২১ জুলাই, রবিবার পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু স্থানে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গ 

  • শনিবার দাশনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে
  • রবিবার উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙে বিস্তৃত স্থানজুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে মোটামুটি বিস্তৃত এলাকাজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • তথ্যসূত্র: IMD কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট

Read more!
Advertisement
Advertisement