
কার্তিকের শুরুতে হালকা শিরশিরে ঠান্ডা হাওয়া অনেককেই শীতের আগমনী বার্তা দিয়েছিল। তবে শীতপ্রেমীদের জন্য ভরসা কমছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রবিবার থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং এই প্রবণতা চলবে আগামী কয়েক দিন।
আবহাওয়াবিদদের মতে, পশ্চিম দিকের শুষ্ক ও ঠান্ডা হাওয়া আপাতত শক্তি হারাচ্ছে। তার জায়গায় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ও উষ্ণতা নিয়ে পূর্বালী বাতাস ঢুকছে। সেই সঙ্গে শ্রীলঙ্কা উপকূলে একটি ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ বাংলাদেশ-সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুই সিস্টেমের মিলিত প্রভাবেই রাজ্যে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত মিলছে।
২-৩ ডিগ্রি বাড়তে পারে পারদ
হাওয়া অফিস জানিয়েছে, আজ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতায় আজ আকাশ থাকবে মূলত পরিষ্কার। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯°C এবং সর্বনিম্ন ১৮°C-এর আশেপাশে ঘোরাফেরা করবে।
গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০২°C, যা স্বাভাবিকের তুলনায় ২.৪°C কম। সর্বনিম্ন ছিল ১৭.০৬°C, যা স্বাভাবিকের তুলনায় ২.০৪°C কম। এই অবস্থার দ্রুত পরিবর্তনই শীতের আগমনী ধারা থামিয়ে দিতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
তাপমাত্রা বাড়লেও বাড়বে কুয়াশা
পারদ বাড়লেও আজ থেকেই কুয়াশার দাপট বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলায়ই ভোরবেলা কুয়াশার ঘনত্ব বেশি থাকবে। পার্বত্য জেলা ও উপকূলবর্তী এলাকায় কুয়াশার সম্ভাবনা আরও বেশি।
সপ্তাহের শেষে আবার নামতে পারে পারদ
দফতরের পূর্বাভাস অনুযায়ী, নতুন সপ্তাহের শেষ ভাগে তাপমাত্রা আবার কমতে শুরু করবে। এই ওঠানামাই ধীরে ধীরে শীতের আগমনের প্রস্তুতি তৈরি করবে বলে মত আবহাওয়াবিদদের।
শীতে বৃষ্টি বাড়ার আশঙ্কা
এই বছর উত্তর ভারতে তীব্র শীত পড়ার সম্ভাবনা থাকলেও, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস রয়েছে। তাই পশ্চিমবঙ্গের শীতকালেও বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।