Advertisement

Weather Update: বাতাসে গরম ভাব, অকাল গ্রীষ্মের পূর্বাভাস, মাঘের শেষেই শীতের বিদায়?

ফেব্রুয়ারি শুরু হতে না হতেই বাংলার আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শীত কার্যত বিদায়ের পথে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শীতের আমেজ সম্পূর্ণভাবে মিলিয়ে যাবে। ইতিমধ্যে রাজ্যের বেশিরভাগ জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হয়ে গিয়েছে।

Aajtak Bangla
  • 30 Jan 2025,
  • अपडेटेड 4:24 PM IST
  • ফেব্রুয়ারি শুরু হতে না হতেই বাংলার আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
  • শীত কার্যত বিদায়ের পথে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শীতের আমেজ সম্পূর্ণভাবে মিলিয়ে যাবে।

ফেব্রুয়ারি শুরু হতে না হতেই বাংলার আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শীত কার্যত বিদায়ের পথে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শীতের আমেজ সম্পূর্ণভাবে মিলিয়ে যাবে। ইতিমধ্যে রাজ্যের বেশিরভাগ জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হয়ে গিয়েছে।

তাপমাত্রার ঊর্ধ্বগতি, বাড়ছে গরম
কলকাতার বর্তমান সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৬ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রাও ৩০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে অনুমান করা হচ্ছে। ফলে সরস্বতী পুজোর আগেই গরমের আমেজ টের পাচ্ছে রাজ্যবাসী। যদিও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সামান্য ঠান্ডার স্পর্শ অনুভূত হতে পারে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, কুয়াশার দাপট
আবহাওয়া দপ্তর জানিয়েছে, অসম ও হরিয়ানার ওপর একটি জোড়া ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সেই সঙ্গে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দুটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে, যার প্রভাব পড়বে রাজ্যের আবহাওয়ায়। এর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের মোট ১২টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের ছয় জেলায় প্রবল কুয়াশার আশঙ্কা
বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা মাত্র ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে, যা যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি করতে পারে। সামনের কয়েকদিন তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও, বাংলার শীত কার্যত শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। মাঘ মাস শেষ হতে না হতেই বসন্তের আবহ দেখা দেবে, আর ধীরে ধীরে অকাল গ্রীষ্মের পথ প্রশস্ত হবে।


 

Read more!
Advertisement
Advertisement