Advertisement

Weather Update: তাপমাত্রা ৪ ডিগ্রি কমতে পারে, কনকনে শীতের পূর্বাভাস চলতি সপ্তাহেই

সামান্য বিরতি শেষে আবারও জাঁকিয়ে শীত পড়বে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে রাজ্যের তাপমাত্রা ফের দ্রুত কমতে শুরু করবে। 

Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jan 2025,
  • अपडेटेड 12:43 PM IST
  • সামান্য বিরতি শেষে আবারও জাঁকিয়ে শীত পড়বে কলকাতায়।
  • আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে রাজ্যের তাপমাত্রা ফের দ্রুত কমতে শুরু করবে। 

সামান্য বিরতি শেষে আবারও জাঁকিয়ে শীত পড়বে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে রাজ্যের তাপমাত্রা ফের দ্রুত কমতে শুরু করবে। 

তাপমাত্রার বর্তমান অবস্থা:
মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা গত কয়েকদিনের তুলনায় বেশ খানিকটা উষ্ণ। তবে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমে ১৩ ডিগ্রিতে নেমে আসতে পারে। অন্যদিকে, পুরুলিয়ার মতো জায়গায় পারদ ৮ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে।

উত্তুরে হাওয়ার দাপট ও পশ্চিমী ঝঞ্ঝা:
জানুয়ারির শুরুতেই উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যে ঠান্ডার দাপট ছিল চোখে পড়ার মতো। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে সাময়িক উষ্ণতা বেড়ে শীতের ছন্দে ছেদ পড়ে। তবে সেই ঝঞ্ঝা কেটে যাওয়ার পর ফের উত্তুরে হাওয়ার দাপট বাড়বে এবং শীত নামবে রাজ্যে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা পরিবর্তন না হলেও তার পর থেকে তাপমাত্রা বেশ খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে।

কুয়াশা ও শীতের প্রভাব:
আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে এরপর থেকেই পারদ পতনের সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ভোরের দিকে কুয়াশার প্রকোপ থাকবে। এই সময় শীতের সঙ্গে হালকা কুয়াশা শহর ও শহরতলির পরিবেশ আরও মিষ্টি করে তুলবে।

পৌষ সংক্রান্তির আগে ঝঞ্ঝার পূর্বাভাস:
তবে পৌষ সংক্রান্তির আগেই নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই ঝঞ্ঝার কারণে শীতের প্রবাহে সাময়িক ছেদ পড়তে পারে।

 

Read more!
Advertisement
Advertisement