প্রতিদিনই ভাঙছে মরসুমের শীতলতম দিনের নজির। বৃহস্পতিবার কলকাতার ঠান্ডা নেমেছিল ১২ ডিগ্রির ঘরে। শীতলতম দিন ছিল। শুক্রবার আরও নামল পারদ। তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। গোটা রাজ্যই কাঁপছে শীতে। এমনকি উত্তরবঙ্গের সঙ্গে টক্কর দিচ্ছে দক্ষিণবঙ্গের শীত। পুরুলিয়ার তাপমাত্রা নেমে গিয়েছে ৬.২ ডিগ্রি সেলসিয়াসে।
কনকনে ঠান্ডা গোটা বাংলায়। নতুন বছরের শুরু থেকে জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে। শীতবিলাসীদের পোয়া বারো। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরও কয়েকদিন থাকবে ঠান্ডা। উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা এক অঙ্কের ঘরে নেমে গিয়েছে। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৮ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং ও জলপাইগুড়িতে ঠান্ডা যথাক্রমে ৮ ও ৯.৯ ডিগ্রি। ১০.৫ ডিগ্রিতে নেমে গিয়েছে কোচবিহারের তাপমাত্রা। বাগডোগরায় পারদ নেমেছে ১১.৬ ডিগ্রিতে। বালুরঘাটের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে মালদার শীত।
এলাকা | সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) |
দার্জিলিং | ৪.৮ |
কালিম্পং | ৮ |
জলপাইগুড়ি | ৯.৯ |
কোচবিহার | ১০.৫ |
বাগডোগরা | ১১.৬ |
বালুরঘাট | ১০ |
মালদা | ১০.৫ |
দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি ঠান্ডা নেমেছে পুরুলিয়ায়। সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস। তার পরই বর্ধমান। তাপমাত্রা ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শ্রীনিকেতনেও হাড় কাঁপানো ঠান্ডা। ৭.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা। কাঁপছে বাঁকুড়াও। ৭.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে সেই জেলার পারদ। পানাগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি। কলাইকুন্ডায় ঠান্ডা ৯.২ ডিগ্রি সেলসিয়াস।
এলাকা | সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) |
পুরুলিয়া | ৬.২ |
বাঁকুড়া | ৭.৮ |
বীরভূম | ৭.৮ |
বর্ধমান | ৭.৩ |
কলাইকুণ্ডা | ৯.২ |
পানাগড় | ৮.৪ |
পূর্ব মেদিনীপুরের কাঁথিতে পারদ নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। ১১ ডিগ্রি সেলসিয়াস হলদিয়ার ঠান্ডা। দিঘায় শীত নেমেছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াসে। মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। । দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংও কাঁপছে। তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে ১০.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পারদ।
এলাকা | সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) |
কাঁথি | ১০ |
হলদিয়া | ১১ |
দিঘা | ১০.৪ |
মেদিনীপুর | ১০.৩ |
ক্যানিং | ১১ |
ডায়মন্ড হারবার | ১০.৪ |
কলকাতার তাপমাত্রাও নেমে গিয়েছে ১০-র ঘরে। ঠান্ডা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। হাওড়ার উলুবেড়িয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বারাকপুরের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মগরার। কৃষ্ণনগরের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
এলাকা | সর্বনিম্ন তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) |
কলকাতা | ১০.৯ |
উলুবেড়িয়া | ৯.৫ |
বারাকপুর | ৯.৮ |
মগরা | ৯.৫ |
কৃষ্ণনগর | ১২ |
আবহাওয়া দফতরের পূর্বাভাস, শীতের এমন মারকাটারি ইনিংস আপাতত চলবে। রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রামে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। তার আঁচ পড়বে আশেপাশের জেলাগুলিতেও।
গতকাল, বৃহস্পতিবার কোন জেলায় কত তাপমাত্রা ছিল তা জানতে ক্লিক করে পড়ে নিন - বর্ধমান ৮.৬, দার্জিলিং ৩.৮- শীতলতম দিনে কোন জেলায় কত তাপমাত্রা?