Advertisement

West Bengal Monsoon Forecast: ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্যে বর্ষা, কোন কোন জেলায় তুমুল বৃষ্টি? বড় আপডেট

West Bengal Weather News: উত্তর পূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমার সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর ফলে মেঘলা আকাশ থাকবে বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে। আগামী ২৪ ঘন্টা পর আকাশ পরিষ্কার হবে।

West Bengal Weather Forecast West Bengal Weather Forecast
Aajtak Bangla
  • 10 Jun 2023,
  • अपडेटेड 3:31 PM IST
  • উত্তর-পূর্বে ঢুকে গিয়েছে বর্ষা।
  • আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে ঢুকছে বর্ষা।

গরম থেকে আপাতত মুক্তি পেয়েছে দক্ষিণবঙ্গ। শুক্রবার রাতে ঝড়বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ জেলাগুলি। পাকাপাকিভাবে গরম থেকে কবে মুক্তি মিলবে? হাওয়া অফিস জানিয়েছে,ভারতের মূল ভূখণ্ডে ঢুকে গিয়েছে বর্ষা। কবে আসবে পশ্চিমবঙ্গে? সেই পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।    

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কেরলের পর উত্তর-পূর্ব ভারতে ঢুকেছে বর্ষা। অসমে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে  ঢুকবে উত্তরবঙ্গে বর্ষা। ফলে উত্তরবঙ্গে জেলাগুলিতে শুরু হয়ে যাবে বর্ষার বৃষ্টি। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে অতি ভারী বৃষ্টির সতর্কতা এই তিন জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়েই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি হলেও এখনই গরমের হাত থেকে রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গ। আগামিকাল থেকে ফের তাপমাত্রা বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। মঙ্গলবার পর্যন্ত একই পরিস্থিতি থাকবে। বাকি জেলায় বৃষ্টি হলেও অস্বস্তি কিছুটা কমবে। তবে ফের গরম ও অস্বস্তি হবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তি বাড়বে।

কলকাতায় রবিবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকবে। কখনও পুরোপুরি মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সোমবার থেকে  আকাশ পরিষ্কার হয়ে যাবে। গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। শনি ও রবিবার বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার বৃষ্টির সম্ভাবনা বেশি।

উত্তর পূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমার সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর ফলে মেঘলা আকাশ থাকবে বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে। আগামী ২৪ ঘন্টা পর আকাশ পরিষ্কার হবে।

Read more!
Advertisement
Advertisement