ডিসেম্বরে ঝড়ো ইনিংস খেল শুরু করে দিয়েছে শীত। টানা প্রায় ১০ দিন ধরে নিম্নমুখী গোটা বাংলার পারদ। হাওয়া অফিস বলছে আপাতত রাজ্যে উত্তরে হাওয়া প্রবেশের ক্ষেত্রে বিশেষ কোনও বাধা নেই। সেই কারণেই নতুন সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা এই সময়ের স্বাভাবিক বা তার থেকে সামান্য কমই থাকবে। চলুন জেনে নেওয়া যাক শুরু হতে চলা নতুন সপ্তাহ ও ক্রিসমাসে কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
এবছর শীতে উত্তরের জেলাগুলিকে কড়া টক্কর দিচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। হাওয়া অফিস বলছে রাজ্যের পশ্চিমের জেলা গুলিতেও আগামী কয়েকদিন আরও জাঁকিয়ে পড়বে শীত। তাপমাত্রা কমবে বীরভূম, পুরুলিয়ার মতো জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রা পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, অবাধে উত্তরের হাওয়া প্রবেশের কারণে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে তাপমাত্রার কমতে পারে। তবে তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রি নিচে পর্যন্ত নামতে পারে। যার ফলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতে থাকবে হাড় কাঁপুনি শীত।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে কনকনে শীতে। কয়েকটি জেলাতে ঘন কুয়াশা থাকলেও বাকি জেলাগুলি শুকনো থাকবে। তুষারপাত ও হালকা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের তাপমাত্রার ভালোই পারাপতন হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আপাতত রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে রবি থেকে মঙ্গলবারের মধ্যে ফের বদলাতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া।
কবে থেকে বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া
এই মুহূর্তে রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে উত্তর-পশ্চিম দিক থেকে যে হাওয়া প্রবেশ করছে তা প্রধানত শুষ্ক এবং ঠান্ডা প্রকৃতির ফলে রাজ্যের জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে রয়েছে।এই পরিস্থিতি আগামী ২২ তারিখ পর্যন্ত চলবে। কলকাতার ক্ষেত্রে রাতের তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। পাশাপাশি দার্জিলিংয়ের ক্ষেত্রে এই মুহূর্তে তুষারপাতের কোনও সম্ভাবনা নেই।
কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল এই মরশুমের এখনও পর্যন্ত সব থেকে কম ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস বলছে, নতুন সপ্তাহে কলকাতার ক্ষেত্রে রাতের তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকবে।